পৌষমেলায় প্রাক্তন সেনারা, মালপত্র গেল শিবিরে

চারদিন পেরিয়ে গেলেও বিশ্বভারতীর নিষেধাজ্ঞা অমান্য করে পৌষমেলার মাঠে রয়ে গিয়েছিলেন কিছু ব্যবসায়ী। শেষ পর্যন্ত তাঁদের তুলে দিতে প্রাক্তন সেনা জওয়ানদের সাহায্য নিল বিশ্বভারতী। বিশ্বভারতীর উপাচার্য নিজে গিয়ে ব্যবসায়ীদের উঠে যেতে বলেন। কিন্তু তাঁকে “গো ব্যাক” স্লোগান দেন ব্যবসায়ীরা। এরপর প্রাক্তন সেনা জওয়ানরা ব্যবসায়ীদের মালপত্র তুলে নিয়ে যান ক্যাম্প অফিসে। এই নিয়ে অভিযোগ জানিয়েছে ব্যবসায়ী সমিতি।
নিরাপত্তার জন্য এবার পৌষমেলা শুরুর আগে এক কোম্পানি প্রাক্তন সেনা জওয়ান শান্তিনিকেতনে আসে। রবিবার তারা গিয়েই মেলায় থাকা ব্যবসায়ীদের জিনিসপত্র শিবিরে নিয়ে যায়।

Previous articleআমি এক পা বাড়ালে, রাজ্যকে আরেক পা বাড়াতে হবে”! কেন এমন বললেন রাজ্যপাল?
Next articleআমাকে কি আত্মহত্যা করতে হবে! উত্তরপ্রদেশে আমন্ত্রণ দানিশকে