এয়ারটেল গ্রাহকদের খরচ বাড়ল

এয়ারটেল গ্রাহকদের খরচ বাড়ল। রবিবার থেকে মিনিমাম রিচার্জের খরচ ৩৫ টাকার পরিবর্তে হয়ে গেল ৪৫ টাকা। ভারতী এয়ারটেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ২৮ দিন অন্তর কমপক্ষে ৪৫ টাকার রিচার্জ করতেই হবে। এয়ারটেল আরও জানিয়েছে, বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি শেষ হলে কমপেক্ষে ৪৫ টাকা রিচার্জ করতেই হবে। ভ্যালিডিটি শেষ হওয়ার পরে ১৫ পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে গ্রাহককে ৪৫ টাকা বা তার বেশি দামের রিচার্জ করতে হবে। সেটা না করলে সব রকমের পরিষেবা বন্ধ হয়ে যাবে।

Previous articleবন্ধুত্বপূর্ণ ব্যবহারের আশা প্রকাশ করে ট্যুইটারেই রাজ্যপালকে চিঠি পার্থর
Next articleএনআরসি বিরোধিতায় পথে যুব কংগ্রেস