Thursday, November 6, 2025

বন্ধুত্বপূর্ণ ব্যবহারের আশা প্রকাশ করে ট্যুইটারেই রাজ্যপালকে চিঠি পার্থর

Date:

শনিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর রবিবারই তাঁর কাছে চিঠি পৌঁছে গেল শিক্ষামন্ত্রীর। তবে তা ট্যুইটার মারফত। সেই চিঠিতে শিক্ষামন্ত্রী রাজ্যপালকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যেহেতু আপনি ২৫ডিসেম্বর তারিখে ট্যুইটারে পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছিলাম। আমিও সেভাবে নিজের বক্তব্য জানালাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমি জানাচ্ছি —

১. আপনার অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়গুলি সমাবর্তন সহ অন্য অনুষ্ঠান কেন বাতিল করেছে? আপনাকে জানাই, বিশ্ববিদ্যালয়গুলি স্বতন্ত্র ও স্বাধীন। ফলে উপাচার্য পরিস্থিতি অনুযায়ী কেন তা বাতিল করেছে, তা তাঁরাই বলতে পারবে। রাজ্য এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করে না।

২. যাদবপুরের ঘটনা সম্পর্কে বলতে পারি, সেখানে পড়ুয়ারা এনআরসি-সিএএ নিয়ে বিরোধিতায় নেমেছিল। তারা রাজ্যে এই আইন প্রয়োগের বিরোধী, রাজ্যের মানুষও সেই ধারণাই পোষণ করেন।

আপনাকে জানিয়ে রাখি, রাজ্য সরকার আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু পাল্টা আপনার ব্যবহারও বন্ধুত্বপূর্ণ হতে হবে। জোর করে চাপিয়ে দেওয়ার পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটাও দেখতে হবে। সেটা রাজ্য শিক্ষা দফতরের ক্ষেত্রেও যথাযথ হবে। এরপরেও যদি আপনার মনে হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, তাহলে শিক্ষামন্ত্রী তার জন্যেও প্রস্তুত রয়েছেন।

চিঠির শেষে রাজ্যপালকে নতুন বছরের শুভেচ্ছে জানিয়ে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতরের বিগত এক বছরের পদক্ষেপ, কর্মসূচি এবং সাফল্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রীর ট্যুইটের পাল্টা রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টির আমি প্রশংসা করি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কথা হবে। ঢিলের জবাবে পাটকেল নয়, আলোচনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন-NRC-তে কি NPR-এর তথ্য কাজে লাগবে? কী বললেন আইনমন্ত্রী

 

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version