Friday, August 22, 2025

বন্ধুত্বপূর্ণ ব্যবহারের আশা প্রকাশ করে ট্যুইটারেই রাজ্যপালকে চিঠি পার্থর

Date:

শনিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর রবিবারই তাঁর কাছে চিঠি পৌঁছে গেল শিক্ষামন্ত্রীর। তবে তা ট্যুইটার মারফত। সেই চিঠিতে শিক্ষামন্ত্রী রাজ্যপালকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যেহেতু আপনি ২৫ডিসেম্বর তারিখে ট্যুইটারে পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছিলাম। আমিও সেভাবে নিজের বক্তব্য জানালাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমি জানাচ্ছি —

১. আপনার অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়গুলি সমাবর্তন সহ অন্য অনুষ্ঠান কেন বাতিল করেছে? আপনাকে জানাই, বিশ্ববিদ্যালয়গুলি স্বতন্ত্র ও স্বাধীন। ফলে উপাচার্য পরিস্থিতি অনুযায়ী কেন তা বাতিল করেছে, তা তাঁরাই বলতে পারবে। রাজ্য এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করে না।

২. যাদবপুরের ঘটনা সম্পর্কে বলতে পারি, সেখানে পড়ুয়ারা এনআরসি-সিএএ নিয়ে বিরোধিতায় নেমেছিল। তারা রাজ্যে এই আইন প্রয়োগের বিরোধী, রাজ্যের মানুষও সেই ধারণাই পোষণ করেন।

আপনাকে জানিয়ে রাখি, রাজ্য সরকার আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু পাল্টা আপনার ব্যবহারও বন্ধুত্বপূর্ণ হতে হবে। জোর করে চাপিয়ে দেওয়ার পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটাও দেখতে হবে। সেটা রাজ্য শিক্ষা দফতরের ক্ষেত্রেও যথাযথ হবে। এরপরেও যদি আপনার মনে হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, তাহলে শিক্ষামন্ত্রী তার জন্যেও প্রস্তুত রয়েছেন।

চিঠির শেষে রাজ্যপালকে নতুন বছরের শুভেচ্ছে জানিয়ে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতরের বিগত এক বছরের পদক্ষেপ, কর্মসূচি এবং সাফল্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রীর ট্যুইটের পাল্টা রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টির আমি প্রশংসা করি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কথা হবে। ঢিলের জবাবে পাটকেল নয়, আলোচনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন-NRC-তে কি NPR-এর তথ্য কাজে লাগবে? কী বললেন আইনমন্ত্রী

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version