Monday, November 3, 2025

শোয়েব আখতার এ বার দাবি করলেন, দানিশ কানেরিয়াকে নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।দিন দু’য়েক আগে এক সাক্ষাৎকারে শোয়েব দাবি করেন, পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েক জন ক্রিকেটার কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কারণ দানিশের ধর্ম হিন্দু। তাই দলে কানেরিয়া ছিলেন ব্রাত্য। অনেকে কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইত না। শোয়েবের এ হেন বিতর্কিত মন্তব্যে তোলপাড় হয় পাকিস্তান ক্রিকেট। জাভেদ মিয়াঁদাদের মতো প্রাক্তন পাক ক্রিকেটার কানেরিয়ার সমালোচনা করেন।

শনিবার নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘‘আমার কথা ভুল প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে রাখার সংস্কৃতি পাকিস্তান দলে কোনওদিনই ছিল না। দলের অলিখিত নিয়ম ছিল, সবাইকে সম্মান দিতে হবে। দু-একজন ক্রিকেটার কানেরিয়া সম্পর্কে এই ধরনের মন্তব্য করত ঠিকই। তবে এই ধরনের ক্রিকেটার সব দলেই থাকে। ওই ধরনের মন্তব্য শুনে আমি শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলাম।

ইউটিউব চ্যানেলে শোয়েব দাবি করেছেন, আমি ওদের বলেছিলাম ওকে নিয়ে এমন মন্তব্য করলে তোমাদের ছুঁড়ে ফেলে দেব। এটা আমাদের দেশের সংস্কৃতি নয়।তিনি দাবি করেন, গত ১০-১৫ বছরে তাঁদের সমাজ অনেক উন্নতি করেছে। মুসলিম, হিন্দু, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়েরও বাসভূমি পাকিস্তান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কানেরিয়াকে নির্বাসিত করেছে। পাকিস্তান কখনওই কানেরিয়াকে দল থেকে বাদ দেয়নি। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকায় কানেরিয়াকে নির্বাসিত করেছিল ইসিবি।

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...
Exit mobile version