উইজডেনের দশকের সেরা T-20 দলে নেই মহেন্দ্র সিং ধোনি, প্রশ্ন সর্বত্র

দশকের সেরা T-20 দল ঘোষণা করল উইজডেন।
টেস্ট এবং একদিনের পর ঘোষিত এই দশকের সেরা T-20 দলের চমকপ্রদ দিক হলো, দলে মহেন্দ্র সিং ধোনি নেই। আরও বিস্ময়কর, এই দলের অধিনায়ক বিরাট কোহলিকে করা হয়নি।

উইজডেন বলেছে, এই দলের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। নেহাতই কাল্পনিক এই দল হলেও, কেন কোহলির বদলে এই দলের নেতা ফিঞ্চকে করা হল, এই প্রশ্ন তুলেছে ক্রিকেট দুনিয়ার অনেকেই

ওদিকে, ধোনির বদলে এই দলের রাখা হয়েছে জস বাটলারকে। এই নির্বাচনও অনেকেই মানতে পারছেন না। চলতি দশকের প্রথম 5-6 বছর চূড়ান্ত ফর্মে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বিরাট ছাড়া এই দলে ভারতীয় হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ। আফগানিস্তানেরও দু’জন জায়গা পেয়েছেন এই দলে।

দশকের সেরা T-20 দল :

◾অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) (অধিনায়ক),

◾কলিন মানরো (নিউজিল্যান্ড),

◾বিরাট কোহলি (ভারত),

◾শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া),

◾গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া),

◾জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটকিপার),

◾মহম্মদ নবি (আফগানিস্তান),

◾ডেভিড উইলি (ইংল্যান্ড),

◾রশিদ খান (আফগানিস্তান),

◾জসপ্রীত বুমরাহ (ভারত),

◾লসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

Previous articleবেসরকারি হাসপাতালে লক-আউট নোটিশ!
Next articleরাজস্থানে শিশুমৃত্যুর তদন্তে বিজেপির দলে লকেট