মা-বাবার জন্মতারিখ, জন্মস্থান না জানলেই এনপিআর থেকে বাদ?

মা-বাবার জন্মতারিখ ও জন্মস্থান না জানলেই এনপিআর থেকে বাদ পড়তে হতে পারে আপনাকেও। ২০২০-তে জাতীয় জনসংখ্যা রেজিস্টার করেতে গেলে জমা দিতে হবে মা, বাবার জন্মতারিখ ও জন্মস্থানের নথিপত্রও! না হলে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) থেকে বাদ পড়ে যেতেও পারে আমার, আপনার নাম। ১০ বছর আগে অর্থাৎ ২০১০-এ এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য এই সবের প্রয়োজন হয়নি।

২০২০-তে নাম নথিভুক্ত করাতে বেশ কিছু বিষয় বাধ্যতামূলক। যার মধ্যে রয়েছে আধার কার্ডের নম্বর। এ ছাড়াও মোবাইল ফোনের নম্বর, মা ও বাবার জন্মতারিখ, জন্মস্থান, আগের বাড়ির ঠিকানা, ভারতীয় পাসপোর্টের নম্বর (যদি থাকে তাহলে), ভোটার আইডি কার্ড ও ‘প্যান’ কার্ডের নম্বর। এবং জানাতে হবে গাড়ির লাইসেন্সের নম্বরও (থাকলে)। ২০১০-এ এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য মা ও বাবার নাম আলাদা ভাবে জানাতে হত। কিন্তু এ বার মা বা বাবা যে কোনও এক জনের নাম জানালেই হবে। বিবাহিত হলে মা বা বাবার নাম না জানিয়ে শুধু স্বামী বা স্ত্রীর নাম জানালেও চলবে।

জাতীয় জনসংখ্যা রেজিস্টার : ২০২০-তে কী কী লাগবে
১) নাম
২) পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক
৩) পুরুষ/ মহিলা
৪) জন্মতারিখ (সাল-সহ)
৫) বিবাহিত/অবিবাহিত
৬) শিক্ষাগত যোগ্যতা
৭) পেশা/অন্যান্য কাজকর্ম
৮) বাবা/মা/স্বামী/স্ত্রীর নাম
৯) জন্মস্থান
১০) যেখানে আছেন তার ঠিকানা
১১) সেখানে কতদিন ধরে আছেন
১২) জাতি
১৩) স্থায়ী ঠিকানা
১৪) আধার কার্ডের নম্বর(ন্তুন,বাধ্যতামূলক)
১৫) মোবাইল ফোনের নম্বর(নতুন)
১৬) মা, বাবার জন্মতারিখ ও জন্মস্থান (নতুন)
১৭) আগের বাড়ির ঠিকানা (নতুন)
১৮) ভারতের পাসপোর্টের নম্বর (নতুন, যদি থাকে)
১৯) ভোটার আইডি কার্ডের নম্বর (নতুন)
২০) ‘প্যান’ কার্ডের নম্বর (নতুন)
২১) গাড়ির লাইসেন্স নম্বর (নতুন)

 

Previous articleসৌরভ-অভিজিতরা আনন্দ দিয়েছে, রাজ্যজুড়ে হিংসা কষ্ট দিয়েছে, বছর শেষে জানালেন রাজ্যপাল
Next articleবেসরকারি হাসপাতালে লক-আউট নোটিশ!