ঘন কুয়াশায় মোড়া দিল্লিতে খালে গাড়ি পড়ে মৃত ছয়, থমকে বিমান-ট্রেন চলাচল

একদিকে হাড় কাঁপানো ঠাণ্ডা অন্যদিকে কুয়াশা, এই দুইয়ে মিলে বিপর্যস্ত দিল্লির আবহাওয়া। যার জেরে ঘন কুয়াশা ভেদ করে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করলেও ঘটল দুর্ঘটনা । কুয়াশায় গাড়ি খালে পড়ে মৃত ৬। ব্যাহত হচ্ছে বিমান-ট্রেন চলাচল।
গ্রেটার নয়ডা এলাকায় এই দুর্ঘটনাা ঘটে । মৃত ছ’জনের মধ্যে দুই নাবালক আছে । আহত আরও পাঁচ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।
বহু ট্রেন দেরিতে চলছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরেও উড়ান চলাচলে ব্যাহত।
রবিবার রাত থেকেই গভীর কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় দিল্লি ও লাগোয়া শহরগুলি। ভোর থেকে সেই কুয়াশা আরও বাড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানীর রাস্তায় দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম ছিল সকালের দিকে। রাস্তায় যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীর। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে , কুয়াশার জেরে লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে অন্তত ৩০টি ট্রেন দেরিতে চলছে।
দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান পরিষেবা সংস্থাগুলির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য বিমান ওঠানামায় দেরি হচ্ছে। এখনও পর্যন্ত তিনটি বিমানকে ঘুরিয়ে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে।

Previous article“বছরের শেষটা হিংসা দেখলাম, নতুন বছরটা শান্তি দেখতে চাই”, প্রার্থনা রাজ্যপালের
Next articleঝুমকো-বলে দৃষ্টিনন্দন ফুটবল ম্যাচ