Tuesday, November 4, 2025

ভোটের আগে কল্পতরু কলকাতা পুরসভা,৩ কাঠা জমিতে বাড়ি করতে লাগবে না প্ল্যান

Date:

কলকাতা পুরসভার ভোট দোরগড়ায়৷ তার আগে কল্পতরু হয়ে উঠলো কলকাতা পুরসভা।

এবার সাধারন মানুষ বাড়ি তৈরিতে ‘মেগা-ছাড়’ পেতে চলেছে৷ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সোমবার জানিয়েছেন, এখন থেকে ৩ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে লাগবে না কোনও বিল্ডিং প্ল্যান। শুধু তাই নয়, ২০০ স্কোয়ার মিটার জমিতে বাড়ি তৈরিতেও লাগবে না কোনও প্ল্যান। অনলাইনে আন্ডারটেকিং দিলেই মিলবে ছাড়পত্র। সেইসঙ্গে দিতে হবে কেবল লাইসেন্স বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি। তবে ৩ কাঠা হোক বা ২০০ স্কোয়ার মিটার জমিতে সর্বোচ্চ G+2 বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। তার চেয়ে বেশি তলা তৈরি করা যাবে না। আইন ভাঙলে সেই দায় চাপবে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের উপর।

ছোট জমিতে বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ডিং প্ল্যানে আটকে যায় অনেকের স্বপ্নই। পুর-ভোটের মুখে ছোট বাড়ির ক্ষেত্রে সেই আশঙ্কা দূর করার চেষ্টায় নামল পুরসভা।
পুরসভা সূত্রের খবর, এর আগে ২০১৪ সালে বাড়িতে বসেই অনলাইনে পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন করানোর সুবিধা চালু করেছিল কলকাতা পুরসভা৷

 

পুরসভার দাবি, অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় বাড়ি তৈরির অনুমতি নেওয়ার জন্য আর আগের মতো পুর অফিসে ধরনা দিতে হয় না৷ মানুষের হয়রানি অনেকটাই কমেছে। দাবি, বাড়ির নকশা অনুমোদনকে কেন্দ্র করে বিল্ডিং বিভাগে যে সব অনিয়মের অভিযোগ শুনতে পাওয়া যায়, তাতেও লাগাম পরানো গেছে অনেকটাই। তবে এবার বিল্ডিং প্ল্যান ছাড়াই যেভাবে ছোট বাড়ি তৈরির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে পুরসভা, তাতে রাজনৈতিক মহলের ধারনা, পুরসভা এবং বিধানসভা ভোটের আগে মধ্যবিত্তদের খুশি করতেই এই সিদ্ধান্ত নিলো তৃণমূল নিয়ন্ত্রিত কলকাতা পুরসভা৷

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...
Exit mobile version