Friday, August 22, 2025

ভোটের আগে কল্পতরু কলকাতা পুরসভা,৩ কাঠা জমিতে বাড়ি করতে লাগবে না প্ল্যান

Date:

কলকাতা পুরসভার ভোট দোরগড়ায়৷ তার আগে কল্পতরু হয়ে উঠলো কলকাতা পুরসভা।

এবার সাধারন মানুষ বাড়ি তৈরিতে ‘মেগা-ছাড়’ পেতে চলেছে৷ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সোমবার জানিয়েছেন, এখন থেকে ৩ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে লাগবে না কোনও বিল্ডিং প্ল্যান। শুধু তাই নয়, ২০০ স্কোয়ার মিটার জমিতে বাড়ি তৈরিতেও লাগবে না কোনও প্ল্যান। অনলাইনে আন্ডারটেকিং দিলেই মিলবে ছাড়পত্র। সেইসঙ্গে দিতে হবে কেবল লাইসেন্স বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি। তবে ৩ কাঠা হোক বা ২০০ স্কোয়ার মিটার জমিতে সর্বোচ্চ G+2 বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। তার চেয়ে বেশি তলা তৈরি করা যাবে না। আইন ভাঙলে সেই দায় চাপবে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের উপর।

ছোট জমিতে বাড়ি তৈরির ক্ষেত্রে বিল্ডিং প্ল্যানে আটকে যায় অনেকের স্বপ্নই। পুর-ভোটের মুখে ছোট বাড়ির ক্ষেত্রে সেই আশঙ্কা দূর করার চেষ্টায় নামল পুরসভা।
পুরসভা সূত্রের খবর, এর আগে ২০১৪ সালে বাড়িতে বসেই অনলাইনে পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন করানোর সুবিধা চালু করেছিল কলকাতা পুরসভা৷

 

পুরসভার দাবি, অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় বাড়ি তৈরির অনুমতি নেওয়ার জন্য আর আগের মতো পুর অফিসে ধরনা দিতে হয় না৷ মানুষের হয়রানি অনেকটাই কমেছে। দাবি, বাড়ির নকশা অনুমোদনকে কেন্দ্র করে বিল্ডিং বিভাগে যে সব অনিয়মের অভিযোগ শুনতে পাওয়া যায়, তাতেও লাগাম পরানো গেছে অনেকটাই। তবে এবার বিল্ডিং প্ল্যান ছাড়াই যেভাবে ছোট বাড়ি তৈরির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে পুরসভা, তাতে রাজনৈতিক মহলের ধারনা, পুরসভা এবং বিধানসভা ভোটের আগে মধ্যবিত্তদের খুশি করতেই এই সিদ্ধান্ত নিলো তৃণমূল নিয়ন্ত্রিত কলকাতা পুরসভা৷

Related articles

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...
Exit mobile version