Thursday, August 21, 2025

বছরের শেষ দিনেও বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। ৩১ তারিখ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন এবং সেই টুইট বার্তা তিনি লেখেন রাজভবনের ঐতিহাসিক গ্রন্থাগারে বসে। যে টেবিলে বসে তিনি সেই বার্তা লেখেন, সেখানে বসেই ১৯০৫-এ বঙ্গভঙ্গে নথিতে সই করেছিলেন লর্ড কার্জন। নিজের টুইটেই সে কথা উল্লেখ করেছেন তিনি। শুধু তাই নয়, এটাকে রীতিমতো ঐতিহাসিক টেবিল বলে চিহ্নিত করে সেটিকে গৌরবান্বিত করার চেষ্টা করেছেন রাজ্যপাল। যে বঙ্গভঙ্গ রোধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ, যা আটকাতে একজোটে লড়েছিলেন ভারতবাসী। সেই বঙ্গভঙ্গের যন্ত্রনাকে না বুঝেই সেটিকে মহিমান্বিত করতে চেয়েছেন বলে মতো বিশেষজ্ঞ মহলের।

 

রাজ্য তথা দেশজুড়ে যখন এনআরসি ও সিএএ নিয়ে উত্তেজনা তুঙ্গে, যখন বারবার ধর্মের ভিত্তিতে বিভেদের গেরুয়া রাজনীতির বিরুদ্ধে সরব বিরোধীরা, তখন রাজ্যপালের এই ধরনের পোস্টে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করছেন দেশভাগের ‘কালোদিন’ মনে করাতেই এই ধরনের বার্তা। অনেকের মতে, যেভাবে ভারতের অখণ্ডতাকে ১৯০৫ সালের ১৬ অক্টোবর নষ্ট করেছিলেন সেই সময়ের ভাইসরয় লর্ড কার্জন, রকমই বিভেদের রাজনীতি করছে মোদি সরকার।
বাংলায় রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন জগদীপ ধনকড়। বিভিন্ন ইস্যুতেই রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। নানা পদক্ষেপের জেরে বারবার বিতর্কে জড়িয়েছেন ধনকড়। বছরের শেষদিনেও তার রেশ রয়ে গেল।

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version