Tuesday, November 4, 2025

দিলীপ ঘোষের সভাপতি পদে বসা সময়ের অপেক্ষা,দলীয় ঘোষণা ৯ জানুয়ারি

Date:

আগামী ৯ জানুয়ারি বিজেপি’র রাজ্য সভাপতি হিসেবে ফের দিলীপ ঘোষের নাম ঘোষণা হতে চলেছে। বিজেপি সূত্রের খবর, ২০২১-এর বিধানসভা ভোটের আগে সভাপতি পদে বদল চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাই দ্বিতীয় দফায় বঙ্গ- বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম চূড়ান্ত করতে আগামী ৯ জানুয়ারি কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব৷ ঠিক হয়েছে, ৯ জানুয়ারি সাংবাদিক সম্মেলন করেই ভূপেন্দ্র যাদব দ্বিতীয়বারের জন্য বঙ্গ-বিজেপির সভাপতি হিসেবে দিলীপবাবুর নাম ঘোষণা করবেন।

দিলীপ ঘোষ সম্পর্কে দিল্লির মূল্যায়ন, RSS- এর এই প্রচারক ২০১৫ সালে রাজনীতির মূল স্রোতে আসার পর বিজেপিকে একের পর এক সাফল্যই দিয়েছেন৷ পাশাপাশি বঙ্গ-বিজেপির সভাপতি পদে এই মুহূর্তে দিলীপবাবুর বিকল্পও নেই বলেই দিল্লি মনে করছে। তাই সহমতের ভিত্তিতেই দিলীপবাবুকে সভাপতি পদে ফের দায়িত্ব দিতে আসছেন অমিত শাহের অন্যতম আস্থাভাজন ভূপেন্দ্র যাদব। সূত্রের খবর, ৯ জানুয়ারি রাজ্যের সব জেলার সভাপতি এবং রাজ্য দলের সাধারণ সম্পাদক, সহ- সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্যসভার এই এমপি। আপাতত ঠিক আছে, ভূপেন্দ্র যাদব রাজ্যের নেতাদের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বসে দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে কথা বলবেন৷ তাই দিলীপ ঘোষের দ্বিতীয়বার সভাপতি পদে বসা স্রেফ সময়ের অপেক্ষা। তবে বিজেপির গঠণতন্ত্র অনুসারে দ্বিতীয় দফায় ফের ৩ বছরের জন্য সভাপতির পদে দিলীপবাবুকে বসাতে জেলা সভাপতি ও রাজ্য পদাধিকারীদের অনুষ্ঠানিক সম্মতি জরুরি। সেই কাজ করতেই শাহ পাঠাচ্ছেন ভূপেন্দ্র যাদবকে।

আরও পড়ুন-বিদেশ না গিয়ে হাসপাতালে এসে দেখুন: রাহুলকে লকেট

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version