বছরের শেষ দিনেও নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। মঙ্গলবার সন্ধ্যায় থেকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ট্রেন অবরোধ। তার জেরে বনগাঁ শাখায় ট্রেন চলাচল কার্যত বন্ধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। তীব্র ভোগান্তির সম্মুখীন যাত্রীরা। যার জেরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। যাত্রীদের মধ্যে অনেকেই বলছেন, ভাড়া বাড়াচ্ছে রেল, কিন্তু ন্যূনতম যাত্রী স্বচ্ছন্দ কিংবা নিরাপত্তায় নজর নেই রেল কর্তৃপক্ষের।
