Sunday, May 4, 2025

লাভপুরে ৩ ভাইয়ের খুনের ঘটনায় অভিযুক্ত মুকুল রায়কে জেরা বীরভূম পুলিশের

Date:

লাভপুরের নবগ্রামে পর পর ৩ ভাইয়ের খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়কে টানা জেরা করেছে বীরভূম পুলিশ।

হাইকোর্টের নির্দেশে লাভপুর, বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকায় মুকুল রায়ের ঢোকায় নিষেধাজ্ঞা আছে৷ তাই বুধবার বীরভূম জেলা পুলিশ মুকুল রায়কে ওই তিন থানার বাইরে, বীরভূমের দুবরাজপুর থানায় তলব করে৷ এবং সেখানেই তাঁকে জেরা করেন তদন্তকারী অফিসাররা। প্রায় দু’‌ঘণ্টা চলে এই জেরা-পর্ব৷

প্রসঙ্গত, বালির ঘাটের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের মীমাংসা করার জন্য ২০১০ সালের ৪ জুন লাভপুরের নবগ্রামে নিজের বাড়িতে মনিরুল ইসলাম সালিশি সভা ডেকেছিলেন বলে অভিযোগ। তখন এই মনিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লকের স্থানীয় নেতা। সেই সভায় গোলমালের জেরে পিটিয়ে মারা হয় কটুন শেখ, ধানু শেখ ও তারুক শেখ নামে à§© সহোদর ভাইকে, অভিযোগ ওঠে এমনই৷ ঘটনায় আহত হন আরও ২ ভাই, সানোয়ার শেখ ও আনোয়ার শেখ। তাঁরা’ই মনিরুল ইসলাম–সহ ৫২ জনের বিরুদ্ধে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বীরভূমের সাঁইথিয়ায় একটি জনসভায় ‘তিনজনকে পায়ের তলায় পিষে মেরে দিয়েছি’ বলে বিতর্কেও জড়িয়েছিলেন এই মনিরুল। নিহত ৩ ভাইয়ের পরিবার ফের তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। গত ৪ সেপ্টেম্বর সেই ঘটনার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশমতো ফের তদন্ত শুরু করে পুলিশ। ৪ ডিসেম্বর বোলপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই চার্জশিটেই মনিরুলের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়েরও নাম রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়। ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে ২ জনের বিরুদ্ধেই।‌

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version