Thursday, August 21, 2025

মদনের হাত ধরে রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তমকুমারদের ঐতিহাসিক বাহন

Date:

ওরা কেউ লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গী, তো কেউ আবার উত্তমকুমারের । যুগ যুগ ধরে একসঙ্গে কাটিয়েছেন এরা। একে অপরের সুখ-দুঃখ-অনুভূতি ভাগ করে নিয়েছে।

বয়স নয় নয় করে পেরিয়ে গিয়েছে অর্ধশতক। তবে বয়েসের ভারে মেজাজ ফিকে হয়নি এতটুকুও। না, এরা রক্তমাংসে গড়া কোনও মানুষ নয়, এরা চার চাকার বাহন। কলকাতার কিছু ভিনটেজ কার। যে গাড়ি আসলে শুধু গাড়ি নয়, বরং ইতিহাসের জলজ্যান্ত সাক্ষী। যারা বর্ণনা করছে অসংখ্য ইতিহাসকে।

আগামী ৫ জানুয়ারি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব আয়োজন করছে ভিনটেজ কার র‍্যালির। যেখান থেকে বেরোবে সার সার পুরোনো গাড়ি। এসব গাড়ি আগে চোখেই দেখেননি অনেকে। বিশেষ করে এই প্রজন্ম। শুধু গাড়ি নয়, বলা ভালো ইতিহাস স্বয়ং আসবে বর্তমানের সঙ্গে দেখা করতে। এই সব গাড়িতে ঠাসা আছে ইতিহাস, ঐতিহ্য আর নস্টালজিয়া।

কোন কোন গাড়ি থাকবে এই র‍্যালিতে? আয়োজকরা জানাচ্ছেন, এই র‍্যালিতে থাকবে ৬০ রকমের ভিনটেজ কার। তিনের দশক-চারের দশকের কাডিয়াক, বুইক, ফোর্ড, মার্সিডিজ, শেভার্লে, জাগুয়ার ইত্যাদি।

কোনও কোনও গাড়ি আবার হাত বদল হতে হতে কলকাতায় এসে পৌছেছে। কোনওটা আবার বংশপরম্পরায় একই পরিবারের কাছে রয়েছে। সেই সব গাড়িই থাকবে এই কার র‍্যালিতে।

এই বিশাল কর্মকান্ডের আগে আজ বৃহস্পতিবার হয়ে গেল এই কার র‍্যালির নিয়ে সাংবাদিক বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ্ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা তৃণমূল নেতা মদন মিত্র। মূলত, তাঁর অনুপ্রেরণাতেই ফের রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তম কুমারদের বাহন।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version