Monday, November 3, 2025

মদনের হাত ধরে রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তমকুমারদের ঐতিহাসিক বাহন

Date:

ওরা কেউ লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গী, তো কেউ আবার উত্তমকুমারের । যুগ যুগ ধরে একসঙ্গে কাটিয়েছেন এরা। একে অপরের সুখ-দুঃখ-অনুভূতি ভাগ করে নিয়েছে।

বয়স নয় নয় করে পেরিয়ে গিয়েছে অর্ধশতক। তবে বয়েসের ভারে মেজাজ ফিকে হয়নি এতটুকুও। না, এরা রক্তমাংসে গড়া কোনও মানুষ নয়, এরা চার চাকার বাহন। কলকাতার কিছু ভিনটেজ কার। যে গাড়ি আসলে শুধু গাড়ি নয়, বরং ইতিহাসের জলজ্যান্ত সাক্ষী। যারা বর্ণনা করছে অসংখ্য ইতিহাসকে।

আগামী ৫ জানুয়ারি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব আয়োজন করছে ভিনটেজ কার র‍্যালির। যেখান থেকে বেরোবে সার সার পুরোনো গাড়ি। এসব গাড়ি আগে চোখেই দেখেননি অনেকে। বিশেষ করে এই প্রজন্ম। শুধু গাড়ি নয়, বলা ভালো ইতিহাস স্বয়ং আসবে বর্তমানের সঙ্গে দেখা করতে। এই সব গাড়িতে ঠাসা আছে ইতিহাস, ঐতিহ্য আর নস্টালজিয়া।

কোন কোন গাড়ি থাকবে এই র‍্যালিতে? আয়োজকরা জানাচ্ছেন, এই র‍্যালিতে থাকবে ৬০ রকমের ভিনটেজ কার। তিনের দশক-চারের দশকের কাডিয়াক, বুইক, ফোর্ড, মার্সিডিজ, শেভার্লে, জাগুয়ার ইত্যাদি।

কোনও কোনও গাড়ি আবার হাত বদল হতে হতে কলকাতায় এসে পৌছেছে। কোনওটা আবার বংশপরম্পরায় একই পরিবারের কাছে রয়েছে। সেই সব গাড়িই থাকবে এই কার র‍্যালিতে।

এই বিশাল কর্মকান্ডের আগে আজ বৃহস্পতিবার হয়ে গেল এই কার র‍্যালির নিয়ে সাংবাদিক বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ্ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা তৃণমূল নেতা মদন মিত্র। মূলত, তাঁর অনুপ্রেরণাতেই ফের রাজপথে নামছে মাউন্টব্যাটেন-উত্তম কুমারদের বাহন।

Related articles

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...
Exit mobile version