Saturday, August 23, 2025

লাভপুরে ৩ ভাইয়ের খুনের ঘটনায় অভিযুক্ত মুকুল রায়কে জেরা বীরভূম পুলিশের

Date:

লাভপুরের নবগ্রামে পর পর ৩ ভাইয়ের খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়কে টানা জেরা করেছে বীরভূম পুলিশ।

হাইকোর্টের নির্দেশে লাভপুর, বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকায় মুকুল রায়ের ঢোকায় নিষেধাজ্ঞা আছে৷ তাই বুধবার বীরভূম জেলা পুলিশ মুকুল রায়কে ওই তিন থানার বাইরে, বীরভূমের দুবরাজপুর থানায় তলব করে৷ এবং সেখানেই তাঁকে জেরা করেন তদন্তকারী অফিসাররা। প্রায় দু’‌ঘণ্টা চলে এই জেরা-পর্ব৷

প্রসঙ্গত, বালির ঘাটের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের মীমাংসা করার জন্য ২০১০ সালের ৪ জুন লাভপুরের নবগ্রামে নিজের বাড়িতে মনিরুল ইসলাম সালিশি সভা ডেকেছিলেন বলে অভিযোগ। তখন এই মনিরুল ইসলাম ছিলেন ফরওয়ার্ড ব্লকের স্থানীয় নেতা। সেই সভায় গোলমালের জেরে পিটিয়ে মারা হয় কটুন শেখ, ধানু শেখ ও তারুক শেখ নামে ৩ সহোদর ভাইকে, অভিযোগ ওঠে এমনই৷ ঘটনায় আহত হন আরও ২ ভাই, সানোয়ার শেখ ও আনোয়ার শেখ। তাঁরা’ই মনিরুল ইসলাম–সহ ৫২ জনের বিরুদ্ধে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বীরভূমের সাঁইথিয়ায় একটি জনসভায় ‘তিনজনকে পায়ের তলায় পিষে মেরে দিয়েছি’ বলে বিতর্কেও জড়িয়েছিলেন এই মনিরুল। নিহত ৩ ভাইয়ের পরিবার ফের তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। গত ৪ সেপ্টেম্বর সেই ঘটনার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশমতো ফের তদন্ত শুরু করে পুলিশ। ৪ ডিসেম্বর বোলপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই চার্জশিটেই মনিরুলের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়েরও নাম রয়েছে বলে আদালত সূত্রে জানা যায়। ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে ২ জনের বিরুদ্ধেই।‌

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version