Tuesday, August 26, 2025

বাংলার পর এবার মহারাষ্ট্রের ট্যাবলোও বাদ প্রজাতন্ত্রের কুচকাওয়াজ থেকে

Date:

বাংলার পর এবার মহারাষ্ট্র। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলো প্রদর্শন থেকে বাদ পড়ল শিবসেনা জোট শাসিত রাজ্যও। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, নিয়ম মেনেই সিদ্ধান্ত হয়েছে। ট্যাবলো নির্বাচনের জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি থাকে। তাতে অনুমোদিত না হলে ট্যাবলো নির্বাচিত হয় না। গত বছরও একই মাপকাঠি মেনে সিদ্ধান্ত হয়েছে। ফলে এই প্রক্রিয়া নতুন কিছু নয়।

তবে কেন্দ্রের তরফে নিয়মের কথা বলা হলেও তা মানতে নারাজ সংশ্লিষ্ট দুই রাজ্যের শাসক দল। তৃণমূল যেমন এরাজ্যের প্রজাতন্ত্রের ট্যাবলো বাদ পড়ার পিছনে এনআরসি, সিএএ ইস্যুতে প্রতিবাদকে কারণ বলে মনে করে, তেমনি মহারাষ্ট্রের শাসক দলের জোটও একে স্বাভাবিক ঘটনা মানতে নারাজ। বিজেপির হাত ছেড়ে শিবসেনার পাল্টি খাওয়া এবং এনসিপি, কংগ্রেসের হাত ধরে উদ্ধব ঠাকরের সরকার গঠনই এই সিদ্ধান্ত নেওয়ার কারণ বলে তাঁদের মত। প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথের অন্যতম আকর্ষণ বিভিন্ন রাজ্যের বর্ণাঢ্য ট্যাবলো। সেই সুযোগ থেকে মহারাষ্ট্রকে ছেঁটে ফেলে বিজেপি সরকার রাজনৈতিক বদলা নিল বলে মনে করছেন অনেকেই।

মহারাষ্ট্রের সাংসদ ও এনসিপি নেত্রী তথা শারদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে প্রতিবাদ জানিয়ে একাধিক ট্যুইট করেছেন। তাঁর বক্তব্য, প্রজাতন্ত্র দিবসের আনন্দ ভাগ করে নেওয়ার অধিকার সব রাজ্যের আছে। তাহলে বেছে বেছে অবিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন? কেন্দ্র এরকম বিমাতৃসুলভ আচরণ করতে পারে না। অন্যদিকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে তদন্তের দাবি জানাচ্ছি। সরকারের ভিতর থেকেই কেউ কলকাঠি নেড়েছেন কিনা তা জানা দরকার।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version