Saturday, May 3, 2025

সম্প্রতি অনাস্থা ভোট জিতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস। আর এই অনাস্থা ভোটকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করে বিজেপি। যা এখনও বিচারাধীন। সোমবার ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে। এরই মধ্যে অবশ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল, বিজেপির থাকবে। তবে আদালতের আইনি বিষয় এবং বিজেপি কাউন্সিলরদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থানীয় নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। এদিন রাজ্য বিজেপির কর্মশালা শেষে এমনটাই জানালেন দিলীপ ঘোষ।

এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে আগামী পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। সোমবার কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলর এবং কলকাতার বিধায়করা বৈঠকে মিলিত হয়েছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” কলকাতা পুরসভায় পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত বিজেপি। এবং সেটা নিজেদের দলীয় সংগঠন ও কর্মী-সমর্থকদের নিয়েই। বাইরে থেকে ভাড়া করা কোনও লোক নিয়ে নয়।”

আগামী সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সভাপতি জানান মোদীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে কিনা, তা নিয়ে এখন চূড়ান্ত আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কারণ, প্রধানমন্ত্রী সরকারি কাজ এই শহরে আসছেন, কোনও দলীয় কাজে নয়।

আরও পড়ুন-‘মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত, শুধু ওই দেশের কথাই বলে যাবেন?” শিলিগুড়িতে কটাক্ষ মমতার

Related articles

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...
Exit mobile version