“কোনও কথা বলতে হলেই মোদি পাকিস্তানের উল্লেখ করছেন৷ কেন ? মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? তিনি কি শুধু পাকিস্তানের কথাই বলবেন?”
শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই শুক্রবার কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে৷ মমতা সরাসরি প্রশ্ন করেন, “কেউ চাকরি চাইতে গেলেও ওরা পাকিস্তানি তকমা লাগিয়ে দিচ্ছে৷ মোদি কি হিন্দুস্তান ভুলে গিয়েছেন?” তিনি বলেন, “যারা এদেশে ভোট দিচ্ছেন, তারা সকলেই নাগরিকের সম্মান পেয়েছেন বলেই তো ভোট দিতে পারছেন৷ কেন ফের দেশের সাধারণ নাগরিকদের নিজের নাগরিকত্ব নিয়ে প্রমাণ দিতে হবে?”

শিলিগুড়িতে তৃণমূল নেত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের নতুন নাগরিকত্ব নীতি যেভাবে চাপানোর চেষ্টা করছে, তা অত্যন্ত লজ্জার বিষয়৷ এর প্রতিবাদ করলেই পাকিস্তানি তকমা দেওয়া হচ্ছে৷ এ সব সহ্য করবেন না”৷ তৃণমূল নেত্রীর অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে৷ মমতার মতে, নাগরিকত্ব আইন নিয়ে ধন্দে রয়েছে বিজেপিও৷ তাই তারা দু’রকম কথা বলছে৷” উত্তরবঙ্গের নাগরিকদের তিনি আশ্বস্ত করে বলেন, কিছুতেই তিনি সাধারণের অধিকার কাড়তে দেবেন না৷ মুখ্যমন্ত্রী বলেন, “CAA-র বিরুদ্ধে এই লড়াই ও আন্দোলন চলবে৷ ধর্মের নামে দেশকে কোনওভাবে টুকরো হতে দেবো না”৷
আরও পড়ুন-ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত: ২ বিলে মিলল না সম্মতি
