Sunday, August 24, 2025

এ বার কাগজ বাঁচিয়ে পরিবেশ রক্ষায় উদ্যোগী রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেপারলেস অফিসে বিষয়েই আগেই উদ্যোগ হয়েছিল নবান্ন। এবার জেলা সদরগুলিতেও কাগজের অপচয় রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার চাইছে, দৈনিক প্রশাসনিক কাজে কাগজ ব্যবহার যতটা সম্ভব কম করুন আধিকারিক ও কর্মীরা। বেশ কয়েক বছর ধরেই নবান্নে চলছে ‘পেপারলেস ব্যুরোক্র্যাসি’। ডিজিটাল মাধ্যমের কাজের ফলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতি এসেছে বলে সূত্রের খবর। সেই মডেলকে সামনে রেখেই, জেলাগুলিতেও পেপারলেস অফিসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনকে এবিষয়ে নির্দেশ দিয়েছে নবান্ন।

এর পাশাপাশি পরিবেশ রক্ষায় আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাগজের পুনর্ব্যবহারের জন্য পূর্ব বর্ধমানে বাতিল কাগজ স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। নির্দেশিকায় বলা হয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া এক লাইন বা দু’-তিন লাইনের ই-মেলের প্রিন্টআউট নেওয়ার দরকার নেই। নির্দেশিকায় এও বলা হয়েছে, ছোট আকারের ই-মেলের প্রিন্টআউট নেওয়া প্রয়োজন হলে সেটা আধ পাতার মধ্যে ধরানোর চেষ্টা করতে হবে, যাতে কাগজের বাকি অংশ অন্য কাজে লাগানো যায়।

আরও পড়ুন-দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, পাহাড়ে তুষারপাত

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version