Sunday, May 4, 2025

“তাঁকে শাস্তি দিলে, জবাব দেবেন ভোটাররা”, নেতৃত্বকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের

Date:

অরাজনৈতিক অনুষ্ঠানে যাওয়া সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হল? এই নিয়ে নেতৃত্বের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। নিজের সপক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, এর আগে জেলা সভাপতি শিশির অধিকারীও বাম নেতৃত্বের সঙ্গে মঞ্চ ভাগ করেছেন। তাঁর বিরুদ্ধে ওঠা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উড়িয়ে দিয়ে সমরেশের মত, তাঁর আচরণে দলের উদারতা প্রকাশ পেয়েছে। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, দলে গণতান্ত্রিক পদ্ধতি বজায় থাকা উচিত। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে, তাঁর ভোটাররাই জবাব দেবেন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শিশির অধিকারী জানিয়েছেন, সমরেশ কী বলেছেন, তা নিয়ে ভাবিত নন। দলের হাইকম্যান্ডের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। শো-কজ চিঠির কী উত্তর বিধায়ক সমরেশ দাস দিয়েছেন সেকথা অবশ্য কোনও পক্ষই এখনও জানায়নি।
সমরেশ দাসের বিধানসভা কেন্দ্রকে পড়ে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রের মধ্যেই। সূত্রের খবর, ইদানীং তৃণমূল বিধায়কের বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে দলের অন্দরে বারবারই কথা উঠেছে। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি লিড পেয়েছিল এগরা থেকেই। এর থেকেই রাজনৈতিক মহলের ধারনা, গেরুয়া শিবিরের দিকে কিছুটা ঝুঁকেছেন সমরেশ। এরজেরে আগেই নেতৃত্বের নজর ছিল তাঁর উপর। এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চের ঘটনা সেটাতেই ঘৃতাহুতি দিয়েছে।

আরও পড়ুন-দিলীপের সঙ্গে একমঞ্চে, তৃণমূল বিধায়ককে শোকজ

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version