Tuesday, November 11, 2025

পুজো বা বড়দিন নয়, এবছর শুরুতেই মুক্তি পাচ্ছে ভিন্ন স্বাদের ৫টি বাংলা ছবি। তালিকায় রয়েছে থ্রিলার, সাহিত্য নির্ভর চিত্রনাট্য থেকে পারিবারিক গল্প। সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির পরিচালকের পাশাপাশি মুক্তি পাবে নবাগত পরিচালক অর্জুন দত্ত অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের ছবি। রয়েছেন পাভেলও।
জানুয়ারির প্রথম সপ্তাহেই মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত ছবি ‘অসুর’। এই ছবিতে সম্মান জানানো হয়েছে প্রবাদপ্রতিম শিল্পী তথা ভাস্কর রামকিঙ্কর বেইজকে। জিৎ, নুসরত ও আবির অভিনীত এই ছবি এগোয় তিন বন্ধুর গল্প নিয়ে। এখানে সবার নজর কেড়েছে জিতের লুক।

‘অসুর’ মুক্তির দিনই মুক্তি পেয়েছে ‘মুখোশ’। একটি মেয়ের নিখোঁজ হয়ে যাওয়াকে ঘিরে এগিয়েছে নবাগত পরিচালক অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের এই ছবি। রহস্যের মধ্যেই একক সময় আলো পড়েছে শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের উপর।

‘বরুণবাবুর বন্ধু’ আসছে ১০ জানুয়ারি। যদিও ভীষণ খিটখিটে বরণবাবু নিজেকে পরিবার থেকে দূরে রাখতেই পছন্দ করেন। কিন্তু সেই বরুণবাবুরও বন্ধু আছেন। তিনি আসবেন, আর তাঁকে ঘিরেই এগিয়েছে ছবি। বরুণবাবুর চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সাহিত্যিক রমাপদ চৌধুরীর লেখা ‘ছাদ’ অবলম্বনে এই ছবি তৈরি করেছে সুরিন্দর ফিল্মস। ইতিমধ্যেই ‘বরুণবাবুর বন্ধু’ প্রদর্শিত হয়েছে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে।

নিজের সবচেয়ে শক্ত ঘুঁটি থ্রিলার দিয়েই বছরটি শুরু করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘বাইশে শ্রাবণ’-এর আট বছর পর সিক্যুয়াল ছবি ‘দ্বিতীয় পুরুষ’ নিয়ে আসছেন সৃজিত। ছবির গল্প সম্পর্কে কোনও আভাস পাওয়া না গেলেও, ট্রেলার প্রকাশ্যে আসতেই শুরু হচ্ছে আলোচনা। নজর কেড়েছে অনির্বাণ ভট্টাচার্যের লুক। অন্য রূপে দেখা গিয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়কেও।

মাসের শেষে আসছে অন্য এক নবাগত পরিচালক অর্জুন দত্তর ছবি ‘অব্যক্ত’। ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবের দেখানো হয়েছে ‘অব্যক্ত’। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
সব মিলিয়ে বাংলা ছবির টোয়েন্টি টোয়েন্টি ইনিংস ভালো যাবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version