তাঁর হাত ধরেই অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন। ২০১৯ দেশজুড়ে প্রবল মোদী ঝড়ে যখন এই বঙ্গের মাটিতে লোকসভা নির্বাচনে বিজেপির বাড়বাড়ন্ত, তখন রেকর্ড ভোট পেয়ে জয়ী হলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী নুসরত জাহান। বসিরহাটের মানুষ তাঁকে প্রাণ দু’হাত ভরে আশীর্বাদ করলেন। সৌজন্যে অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রথমবার সাংসদ হওয়ার পর নেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন নুসরত। নিজের মায়ের সঙ্গে তুলনা করলেন মমতাকে।

টুইট করে নুসরত লিখেছেন, মমতা তাঁর মায়ের মত। এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। লেখেন, ‘একজন তুখোড় নেত্রী, একজন অনুপ্রেরণা। আমার মায়ের মত একজন অভিভাবক। আমার প্রিয় দিদি-কে শুভ জন্মদিন।’
