Thursday, August 21, 2025

আবার এক মঞ্চে তৃণমূল-বিজেপি, এবার কী করলেন তৃণমূল বিধায়ক?

Date:

Share post:

এগরার পর গোয়ালতোড়। আবার মঞ্চে বিজেপি-তৃণমূলের পাশাপাশি অবস্থান নিয়ে বিতর্ক, মন্তব্য, পাল্টা মন্তব্য।

এগরায় বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে এক মঞ্চে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও ব্লক সভাপতি। এরজন্য শো-কজ, অপসারণের পর্বও চলে। একই ঘটনা শালবনিতে। বিজেপি সাংসদ কুনার হেমব্রমের সঙ্গে একমঞ্চে তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। গোয়ালতোড় হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দুজনেই আমন্ত্রিত এবং উপস্থিত ছিলেন। উদ্বোধনে প্রদীপ জ্বালাতে দুজনেরই ডাক পড়ে। ঠিক তখনই তৃণমূল বিধায়কের টনক নড়ে। তিনি প্রদীপ প্রজ্জ্বলনে না থেকে সোজা মঞ্চ থেকে নেমে নিজের গাড়িতে গিয়ে বসেন। পরে সাফাই দেওয়ার ভঙ্গিতে জানান, না দেখেই বসেছিলেন। বিজেপি সাংসদকে দেখে মঞ্চ ছেড়ে নেমে আসেন। বিজেপি সাংসদ মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরে তিনি আবার মঞ্চে ওঠেন।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন, মুখে সৌজন্যের কথা বললেও আসলে বাস্তবে যে সৌজন্যের ধার ধারেনা তৃণমূল কংগ্রেস, এই ঘটনা সেটাই প্রমাণ করলো। একটি স্কুলের অনুষ্ঠানকে ঘিরে জনপ্রতিনিধিরা আসবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সেখানেও রাজনীতি করছে। পাল্টা তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, শিষ্টাচারের কথা আমরা বিজেপির কাছে শিখব না। আমাদের কাছে দলীয় শৃঙ্খলাই শেষ কথা। সেই কাজটাই আমি করেছি। শিষ্টাচারের অঙ্গ হল শৃঙ্খলারক্ষা। আমি জানতাম না বলেই অনুষ্ঠান মঞ্চে গিয়েছিলাম। জানার পর তাই একাই মঞ্চ ছেড়ে নেমে এসেছিলাম অনুষ্ঠানের কোনও ক্ষতি না করেই। এটাই হলো প্রকৃত শিষ্টাচার, এবং দলীয় শৃঙখলা। কিন্তু এর জন্য কি শাস্তি এড়াতে পারবেন তৃণমূল বিধায়ক? সেটাই দেখার!

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...