Thursday, January 15, 2026

আবার এক মঞ্চে তৃণমূল-বিজেপি, এবার কী করলেন তৃণমূল বিধায়ক?

Date:

Share post:

এগরার পর গোয়ালতোড়। আবার মঞ্চে বিজেপি-তৃণমূলের পাশাপাশি অবস্থান নিয়ে বিতর্ক, মন্তব্য, পাল্টা মন্তব্য।

এগরায় বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে এক মঞ্চে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও ব্লক সভাপতি। এরজন্য শো-কজ, অপসারণের পর্বও চলে। একই ঘটনা শালবনিতে। বিজেপি সাংসদ কুনার হেমব্রমের সঙ্গে একমঞ্চে তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। গোয়ালতোড় হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দুজনেই আমন্ত্রিত এবং উপস্থিত ছিলেন। উদ্বোধনে প্রদীপ জ্বালাতে দুজনেরই ডাক পড়ে। ঠিক তখনই তৃণমূল বিধায়কের টনক নড়ে। তিনি প্রদীপ প্রজ্জ্বলনে না থেকে সোজা মঞ্চ থেকে নেমে নিজের গাড়িতে গিয়ে বসেন। পরে সাফাই দেওয়ার ভঙ্গিতে জানান, না দেখেই বসেছিলেন। বিজেপি সাংসদকে দেখে মঞ্চ ছেড়ে নেমে আসেন। বিজেপি সাংসদ মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরে তিনি আবার মঞ্চে ওঠেন।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন, মুখে সৌজন্যের কথা বললেও আসলে বাস্তবে যে সৌজন্যের ধার ধারেনা তৃণমূল কংগ্রেস, এই ঘটনা সেটাই প্রমাণ করলো। একটি স্কুলের অনুষ্ঠানকে ঘিরে জনপ্রতিনিধিরা আসবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল সেখানেও রাজনীতি করছে। পাল্টা তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, শিষ্টাচারের কথা আমরা বিজেপির কাছে শিখব না। আমাদের কাছে দলীয় শৃঙ্খলাই শেষ কথা। সেই কাজটাই আমি করেছি। শিষ্টাচারের অঙ্গ হল শৃঙ্খলারক্ষা। আমি জানতাম না বলেই অনুষ্ঠান মঞ্চে গিয়েছিলাম। জানার পর তাই একাই মঞ্চ ছেড়ে নেমে এসেছিলাম অনুষ্ঠানের কোনও ক্ষতি না করেই। এটাই হলো প্রকৃত শিষ্টাচার, এবং দলীয় শৃঙখলা। কিন্তু এর জন্য কি শাস্তি এড়াতে পারবেন তৃণমূল বিধায়ক? সেটাই দেখার!


spot_img

Related articles

IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

আইপ্যাকে ইডির তল্লাশি অভিযান (ED raid in IPAC) কি রাজ্য প্রশাসনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল? তা...

T20 WC: ধাক্কা ভারতীয় শিবিরে, তারকা অল রাউন্ডারের বিকল্প হতে পারেন কে?

বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। একদিনের সিরিজের পর এবার নিজল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ...

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের...