১০ জানুয়ারি একাধিক সংগঠন বিমানবন্দর অবরোধের চেষ্টা করছে। “নো এন আর সি, নো সি এ এ” শ্লোগান দিয়ে। ভিআইপি রোড ও যশোর রোড, দুদিক দিয়েই মিছিল ঢোকানোর পরিকল্পনা হচ্ছে। ফলে তাদের চেষ্টা সফল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহরে ঢোকা সমস্যার হবে। তাই দমদম থেকেই হেলিকপ্টারে রেসকোর্সে নামার ব্যবস্থা রাখা হচ্ছে। যদিও ধর্মতলা, রেড রোড চত্বরেও বিক্ষোভের আয়োজন করছে সংগঠনগুলি। কালো পতাকাও দেখানো হবে। সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্ট একান্তই বিরূপ হলে কলকাতা সফর বাতিল করতে পারেন মোদি।
