Thursday, December 25, 2025

‘দলীয় NRC’-তে বাকিরা বাদ, বাংলার ব্যাটন বাবুলের হাতে, কণাদ দাশগুপ্তর কলম

Date:

Share post:

কণাদ দাশগুপ্ত

বঙ্গ-বিজেপি-র “অভ্যন্তরীণ NRC”-তে বাকিদের নামই উঠলো না৷ বাকি ‘হেভিওয়েট’দের পিছনের বেঞ্চে পাঠিয়ে বাংলায় বিজেপি-র মুখ কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷

দলের জাতীয় সভাপতি অমিত শাহ নিজের সিদ্ধান্তেই বাবুল সুপ্রিয়কে বাংলার প্রচারের মুখ হিসেবে তুলে ধরছেন৷
নাগরিকত্ব আইনের পক্ষে প্রচারে ঝড় তুলতে বিজেপিতে কর্মসূচির বন্যা৷ নতুন বছরের প্রথম রবিবার 5 জানুয়ারি থেকেই শুরু হয়েছে বিজেপির ‘ঘর ঘর সম্পর্ক’ প্রচারাভিযান৷ এদিন কলকাতা-সহ সংলগ্ন এলাকাতেও এই কর্মর্সূচি শুরু হয়েছে৷ বাংলায় বিজেপির এই প্রচার কর্মসূচিতে শাহের নির্দেশে সামনে রাখা হয়েছে বাবুলকেই৷ রবিবার বঙ্গ- বিজেপির “CAA -এর পক্ষে বিজেপির প্রচার অভিযান”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তাই বাবুল সুপ্রিয়ই৷

বিজেপির এই ঘরে ঘরে গিয়ে নাগরিকত্ব আইনের অভিযানের ক্ষেত্রে খুবই স্পর্শকাতর রাজ্য পশ্চিমবঙ্গ৷ এ রাজ্যের সর্বত্রই তৃণমূলের নেতৃত্বে তুমুলগতিতে CAA- বিরোধী আন্দোলন চলছে৷ বিজেপির পাল্টা কর্মসূচি এখনও সেভাবে হালে পানি পায়নি৷ তাই মোদি-শাহ যথেষ্টই চিন্তিত এ রাজ্যে নাগরিকত্ব বিধি-বিরোধী আন্দোলন নিয়ে৷ CAA-র পক্ষে যে বঙ্গ-বিজেপি সেভাবে কিছু করে উঠতে পারেনি, সেটাও শীর্ষস্তরের নজরে এসেছে৷ CAA বিরুদ্ধ পথে নেমে এই মুহূর্তে সারা দেশের মধ্যে বেশি ক্ষোভ দেখা গিয়েছে বাংলাতেই৷ সে কারনেই বাংলার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি-শাহ৷ বাংলায়, বাংলা ভাষায় প্রচার করা না গেলে কোনও লাভই যে হয়না, এতদিনে তা ধরে ফেলেছেন শাহ৷ এই কারনেই তিনি নিজেও শিক্ষক রেখে বাংলা শিখছেন৷ দিল্লি থেকে দলের ডজন ডজন হেভিওয়েটকে বাংলায় পাঠিয়ে লাভ নেই বলেই, এ রাজ্যে বলিয়ে-কইয়ে বঙ্গভাষী নেতা খুঁজছিলেন শাহ৷ এমন নেতা, যার মুখ বাংলার ঘরে ঘরে পরিচিত এবং যিনি ভালো বক্তা’র পাশাপাশি প্রয়োজনে রুখেও দাঁড়াতে পারেন৷ এই সব ‘গুন’ ই শাহ খুঁজে পেয়েছেন বাবুল সুপ্রিয়-র মধ্যে৷ তাই বিজেপির দলীয় NRC-তে বাকি সবার নাম আপাতত কাটা গিয়েছে৷ রাজধানী দিল্লিতে CAA-র পক্ষে বিজেপির প্রচারের মুখ দলের সভাপতি অমিত শাহ নিজে৷ আর
শাহের নির্দেশে বাংলায় বিজেপির প্রচারের ‘মুখ’
বাবুল সুপ্রিয়-ই৷

বাংলায় যখন ক্ষমতা দখলের চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপি এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, সেই সন্ধিক্ষণে খোদ দলের
জাতীয় সভাপতির নির্দেশ পেয়ে তৈরি বাবুল সুপ্রিয়ও৷ ঘরের মাঠ, প্রতিপক্ষ পরিচিত, বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই দক্ষ সাংসদ বাবুলের জনপ্রিয়তাও প্রশ্নাতীত৷ রাজ্য রাজনীতির সব কিছুই জানেন৷প্রতিপক্ষের নেতারাও তাঁর অপরিচিত নন৷ অনেক তৃণমূল নেতার সঙ্গেই বাবুলের সুসম্পর্ক আছেন প্রয়োজনে চোখে চোখ রেখে কথাও বলতে পারেন৷ এতকিছু বিবেচনায় এনেই মোদি-শাহ, বাংলার ব্যাটন তুলে দিয়েছেন বাবুল সুপ্রিয়-র হাতে৷ চলতি কর্মসূচিতে সাফল্য পেলে, আগামীদিনেও এই বঙ্গে বিজেপি’র মুখ নিশ্চিতভাবেই বাবুল সুপ্রিয় ৷

তা জানেন বাবুল নিজেও৷ তৈরি তিনি৷ বাবুলের কথা, “আমি বাংলার মানুষকে সত্যি কথাটাই বলতে চাই৷ সত্যি বলতে কিছু সাজাতে হয়না৷ আমার লড়াই তৃণমূলের মিথ্যের সঙ্গে। আমি তৈরি”৷

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...