ফের একবার জামাইয়ের ভূমিকাতে দেখা যাবে টলিউডের চকলেট বয়কে।এবার সিনেমার নাম ‘জিও জামাই’।পাত্রী বাংলাদেশের অভিনেত্রী ঈশানি ঘোষ।সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে শহরে।ওই অনুষ্ঠানে হাজির ছিলেন হিরণ, ঈশানি সহ ছবির সব কলা-কুশলীরা।ছবিতে রজতাভ দত্ত ও তুলিকা বসুর জামাই হিসাবে দেখা যাবে হিরণকে। ছবিতে হিরণের নাম আদিত্য। তাঁর বিপরীতে দিয়ার ভূমিকায় অভিনয় করছেন ঈশানি ঘোষ।
