Thursday, December 18, 2025

রাজধানীর বুকে ১৩ই বিরোধী ঐক্য মঞ্চের প্রস্তুতি

Date:

Share post:

উদ্যোগ মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই উদ্যোগ বাজেট অধিবেশনের আগেই বাস্তবে রূপ পেতে চলেছে।

নাগরিকত্ব আইনের বিরোধিতাকে সামনে রেখে এবার জাতীয় স্তরে এক মঞ্চে আসার পরিকল্পনা বিরোধী দলগুলির। আর এই কারণে আগামী ১৩জানুয়ারি বিরোধী দলগুলো তাদের ঐক্য এবং স্ট্র্যাটেজি ঠিক করতে দিল্লিতে বৈঠক করতে পারেন। সংসদ ভবনের এই বৈঠকে থাকতে পারেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিন। আমন্ত্রণ জানানো হচ্ছে বাম নেতাদের। এছাড়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, নবীন পট্টনায়েক সহ এনআরাসি বিরোধী দলের নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে এনআরসি-সিএএ বিরোধী যে আন্দোলনের ঝড় তুলেছেন, কার্যত তাতে অনুপ্রাণিত হয়ে একে একে সুর মিলিয়েছে কেরল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কংগ্রেসশাসিত রাজ্যগুলি। মমতাই প্রথম চিঠি লিখে বিরোধী দলগুলিকে এক মঞ্চে আসার আহ্বান জানান। প্রথম সাড়া দেন সোনিয়া গান্ধী। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথের সভায় কার্যত বিরোধী নেতাদের একজোট হওয়ার প্রাথমিক খসড়া তৈরি হয়ে যায়। ১৩জানুয়ারি রাজধানীর বুকে দাঁড়িয়ে কার্যত বিরোধী দলগুলি মোদি-শাহ জুটিকে চ্যালেঞ্জ জানানোর শপথ নিতে চান। কেন্দ্রীয় আইনের বিরোধিতাকে সফল করতে যে সবকটি বিরোধী দলকে দরকার, তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কারণ, একজোট হওয়া ছাড়া সর্বভারতীয় স্তরে আন্দোলনকে ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। ১৩-র বৈঠক থেকে এ নিয়ে যৌথ কর্মসূচির খসড়া যে তৈরি হয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। বাজেট অধিবেশনের আগেই তাকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা। যাতে অধিবেশনে বিরোধী বিরোধিতায় নাকাল হয় সরকারপক্ষ। বাধ্য হয় তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে। সংসদ আর সংসদের বাইরে এইভাবেই আপাতত চাপে ফেলার পরিকল্পনা।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...