Friday, August 22, 2025

আগের ভোট বাতিল। ফের আস্থা ভোট হবে ভাটপাড়া পুরসভায়। মঙ্গলবার, দুপুর ১টা নাগাদ পুরসভা ভবনে আস্থা ভোট গ্রহণ হবে। রায়ে জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান ও উত্তর ২৪ পরগনার জেলাশাসককে আস্থা ভোটের বিজ্ঞপ্তি জারি নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি বজায় রাখা ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থার করতে বলা হয়েছে জেলা পুলিশ সুপারকে। ভোট প্রক্রিয়া কীভাবে হচ্ছে, তা মুখবন্ধ খামে রিপোর্ট আকারে লিখে বৃহস্পতিবার আদালতে জমা দিতে জেলাশাসককে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

গত বৃহস্পতিবার আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে বিজেপিকে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করার দাবি জানিয়েছিল তৃণমূল। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। জয়ের ঘোষণার সাড়ে ৫ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা আস্থা ভোট খারিজ করে দেন। পুর আইন মেনে ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ ঠিক হবে বলে নির্দেশ দেন তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে তৃণমূল। কিন্তু আগের রায়ের কপি জমা না দেওয়ায় মামলা খারিজ করে দেয় বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওইদিন বিকেলেই মামলার কপি নিয়ে ফের ডিভশন বেঞ্চে শুনানির আবেদন করা হয়। আবেদন গ্রহণ করে সোমবার শুনানির নির্দেশ দেয় আদালত। এদিন শুনানির শেষে মঙ্গলবার আস্থাভোটের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-পড়ুয়াদের শান্তি বজায় রাখার আবেদন উপাচার্যর

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version