আয়কর রিটার্ন ফর্মে গুরুত্বপূর্ণ বদল

এখন থেকে এক বা একাধিক ব্যাঙ্কে অন্তত এক কোটি টাকা জমা থাকলে, বিদেশ ভ্রমণে 2 লক্ষ টাকা বা তার বেশি খরচ হলে বা বছরে বিদ্যুতের বিল এক লক্ষ টাকা ছুঁলে নতুন আইটিআর-1( সহজ) বা আইটিআর-4 ( সুগম) ফর্মে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। যৌথ মালিকানায় বাড়ি থাকলেও সহজ বা সুগম ফর্ম দাখিল করা যাবে না। সেজন্য আলাদা ফর্ম আনবে আয়কর দফতর। 2019-20 অর্থবর্ষ থেকেই এই বদল প্রযোজ্য হবে। যেসব করদাতার পাসপোর্ট রয়েছে তাদের পাসপোর্ট নম্বর রিটার্ন ফর্মে উল্লেখ করতে হবে।

Previous articleযোগীর রাজ্যে ফের ৫খুন
Next articleবিস্ফোরক টলিউড কী বলল!