আইকোরকান্ডে বন্দি সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তাঁর স্ত্রীর ফেস বুকে একটি বয়ান দিয়েছেন। সেটি পুরো উদ্ধৃত করে ধুয়ে দিলেন সারদাবিতর্কে জড়িত কুণাল ঘোষ। একসময় সুমনের ব্যবহৃত “তেজপাতা” শব্দটি তাঁকে ফিরিয়ে দিয়ে কুণাল বলেছেন, “এবার আপনার নাম তাহলে কি তেজপাতা সুমন”?

কুণালের গোটা ভিডিওটি দেখুন-