দেশের শেয়ার বাজারে সেনসেক্স ও নিফটির ব্যাপক পতন, কিন্তু কেন ?

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। বরং সেই উত্তেজনা বেড়েছে এই পরিস্থিতে সোমবার ভারতের শেয়ার বাজারে  সেনসেক্সের পতন ৫০০ পয়েন্ট ছাড়িয়ে গেল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক কমান্ড্যার কাসেম সোলেইমানি হত্যার পাশাপাশি, ইরানের ওপর আক্রমণের জন্য ৫২টি নিশানার কথাও জানিয়েছেন। গত শুক্রবার আমেরিকা ইরাকের শীর্ষ ইরানি সামরিক কমান্ডার সোলেইমানিকে হত্যা করেছিল, যার ফল হিসাবে আন্তর্জাতিক বাজারে সোনা ও অপরিশোধিত তেলের দাম সোমবার সেনসেক্স ৫১৫ পয়েন্টের মতো কমেছে এবং নিফটি ১২,১০০-এর নিচে নেমে গিয়েছে।

Previous article“তেজপাতা” শব্দটি সুমনকে ফিরিয়ে দিয়ে তোপ কুণালের
Next articleজেএনইউ কাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ যাদবপুরের পড়ুয়াদের