কবিতায় ফের গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আহ্বান জানালেন আসমুদ্রহিমাচলকে, বাঙালিকে, বাংলাকে।

কবিতার নাম ‘গর্জে ওঠো’। সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা কবিতাটির লক্ষ্য যে আসলে কেন্দ্রের শাসক দলটি, তা বলে দিতে হয় না। কবিতার ছত্রে ছত্রে তাঁর শত্রু চিনিয়ে দেওয়ার প্রয়াস। তিনি কখনও লিখছেন, ‘অশনি সঙ্কেতের দমকা হাওয়া/ কেন বইছে জোরে,’ আবার লিখছেন, ‘মাছিদের বড্ড আনাগোনা’! বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে সামনে রেখে এসেছে রূপক লাইন, ‘রক্তে রক্তে ভরে আছে মানুষের ভয়াভয়/ মনুষ্যত্বের বরাভয়ে উড়ছে ধূলো ছাই,’ কিংবা লজ্জায় ইতিহাস মুখ লুকোচ্ছে কেবল’। একেবারে শেষে গর্জে ওঠার আহ্বান… জ্বলে ওঠো আত্মবিশ্বাসে/রক্ষা করো আত্মমর্যাদার’,… শেষ পংক্তিতে সেই পরিচিত স্লোগান…
‘আমরা সবাই নাগরিক।’
