Friday, August 22, 2025

যে ভাষায় কথা বলেছিল এবিভিপি, ঘটনার পর যে যে অভিযোগ করেছিল তারা, সেই অভিযোগের সুর জেএনইউর রেজিস্ট্রারের। বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হওয়ার জন্য রেজিস্ট্রার সরাসরি আক্রান্ত ছাত্রদের ঘাড়েই দোষ চাপালেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানাচ্ছেন, পরপর তিনদিন রেজিস্ট্রেশন করতে বাধা দিয়েছে সংসদের ছাত্ররা। কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের ঘরে ঢুকে কখনও ইন্টারনেট বন্ধ করেছে, স্টাফদের ভয় দেখিয়ে বের করে দিয়েছে। কখনও ভাঙচুর করেছে। এই কারণে পুলিশে অভিযোগও জানানো হয় ৪জানুয়ারি। যারা রেজিস্ট্রেশন করতে চায় তাদের বাধা দিয়ে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ৫জানুয়ারি যারা রেজিস্ট্রেশন করতে চেয়েছিল ওদের বাধা দেওয়া হয়। দুপুর থেকে দু’পক্ষের লড়াই চলছিল। বিকেল সাড়ে চারটে নাগাদ রেজিস্ট্রেশন বিরোধী পড়ুয়ারা মারধর করে অন্য পক্ষকে। তাদের কেউ কেউ মুখ বেঁধে এসেছিল। এরপর তারা হস্টেলে হামলা চালায়। এরা সকলেই আন্দোলনকারী পড়ুয়া!

তদন্তের আগেই রেজিস্ট্রারের দোষীদের চিনে নেওয়ার এই ঘটনা বিস্মিত করেছে সকলকে। ক্ষুব্ধ প্রতিবাদী পড়ুয়ারা বলছেন, যদি তাই-ই হয়, অভিযুক্তদের ধরিয়ে দিচ্ছেন না কেন? এসএফআই নেতা ঐশী বলেন, এটাই স্বভাবিক। কেন্দ্র আর বিজেপির প্রতিনিধি হিসাবে উনি কাজ করছেন। এর বাইরে অন্য কথা বলবেন, আশাও করি না।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version