জেএনইউ-তে হস্টেলে ঢুকে ছাত্রছাত্রীদের উপর হামলার অভিযোগে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। ঘটনায় আহত হয়েছেন এসএফআই নেত্রী সহ অনেক সদস্যই। এবিভিপি-র বেশ কয়েকজন সমর্থকও আহত হয়েছেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন বারবার উঠছে, কীভাবে হস্টেলে ঢুকল ‘দুষ্কৃতীরা’? কারণ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিরাগত কোনও ব্যক্তি হস্টেলে ঢুকতে গেলে তাঁকে কার সঙ্গে দেখা করতে চান সেটা গেটে নিরাপত্তাকর্মীদের জানাতে হয়। তারপরে সেই ছাত্র বা ছাত্রীকে গেট থেকে ফোন করা হয়। তিনি অনুমতি দিলে, তবেই বহিরাগত হস্টেলের ভিতরে যেতে পারেন। এ ক্ষেত্রে মুখ-বাঁধা দুষ্কৃতীরা কীভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকল? হস্টেলের ঘর পর্যন্ত তারা পৌঁছল কী করে? তাহলে ভিতর থেকেই কি কেউ তাদের হস্টেলের ভিতরে ঢোকার অনুমতি করে দিয়েছিল। না কি তারা হস্টেলের মধ্যে ছিল? অনেকের অভিযোগ, হস্টেলের ঘর থেকে বেরিয়েই তারা হামলা চালায়। আবার কেউ কেউ বলছেন, ভিতরে থাকা পড়ুয়াদের যোগসাজশেই এই ঘটনা ঘটেছে।
প্রশ্নের মুখে নিরাপত্তারক্ষীদের ভূমিকাও। যদি রাতে হস্টেলে কেউ ঢোকে, তাহলে সেটা তাঁদের নজরে পড়ল না কেন? কোথাও কোনও ফাঁকফোকর রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-রাষ্ট্রপতিকে চিঠি লিখে জেএনইউর শিক্ষকদের বিস্ফোরক মন্তব্য