রাজ্যে আরও এক জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন জেলা হচ্ছে সুন্দরবন। পাথরপ্রতিমায় এসে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আগে থেকেই পুলিশ জেলা ছিল সুন্দরবন।

আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী এদিনও এনআরসি-সিএএ নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন। তাঁর সাফ কথা রাজ্যে এনআরসি-সিএএ-এনপিআর হবে না, হবে না, হবে না। তবে তাঁর পরামর্শ প্রত্যেকে ভোটার তালিকায় নাম তুলুন। প্রয়োজনে সংশোধন করুন। বাইরের কেউ কী বলছে তাতে কান দেবেন না।

এদিন বুলবুলে ক্ষতিগ্রস্তদের সাহায্য তুলে দিতে গিয়ে বলেন, একটা টাকাও দেয়নি কেন্দ্র। রাজ্য নিজে দিচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন ৪লক্ষ ৬৬হাজার ১৬০জনের হাতে তুলে দেন ক্ষতিপূরণ। জানিয়ে দেন আরও সাড়ে ছয় লক্ষের ক্ষতিপূরণ তুলে দিতে চেক তৈরি হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।

আরও পড়ুন-BREAKING : ফের ১৯-০ ভোটে ভাটপাড়া পুনর্দখল তৃণমূলের

Previous articleটি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড থেকে মাত্র এক রান দূরে কোহলি
Next articleনিশ্চিন্তে থাকুন, আমি পাহারাদার হয়ে পাশে থাকব, বললেন মুখ্যমন্ত্রী