Sunday, November 9, 2025

আজ ফের আস্থাভোট ভাটপাড়ায়, বিজেপি সুপ্রিম কোর্টে যাচ্ছে

Date:

Share post:

ভাটপাড়া পুরসভা কার দখল কার হাতে থাকবে, আজ মঙ্গলবার তা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ বেলা 1টায় ভাটপাড়া পুরসভায় ফের আস্থা বৈঠক করতে হবে পুরপ্রধানকে।

এদিকে জানা গিয়েছে, আজ ভোটাভুটিতে বিজেপির কোনও কাউন্সিলর উপস্থিত থাকবেন না৷ বারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিং বলেছেন, ‘যেখানে চেয়ারম্যান 20 জানুয়ারি অনাস্থার তলবি সভা ডেকেছেন, সেখানে নতুন করে এ সব প্রক্রিয়ার কোনও মানে হয় না। মঙ্গলবারই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।”

সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই আস্থা বৈঠকের নির্দেশ দিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে বলেছে৷ দিয়েছে। সব দলের কাউন্সিলরদের আস্থা বৈঠকের কথা জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুর দপ্তরকে। বৈঠকে হাজির থাকতে হবে জেলাশাসককে। আস্থা বৈঠকে কী হল এবং তাঁর বক্তব্য মুখবন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দিতে হবে জেলাশাসককে।

◾গত 2 জানুয়ারি তৃণমূল 19-0 ফলে বিজেপি-র চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোটে জয়ী হয়।

◾ওই বৈঠকের নোটিশ চ্যালেঞ্জ করে সে দিনই হাইকোর্টে মামলা করেন বিজেপির কাউন্সিলররা।

◾বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ সেই নোটিস খারিজ করে চেয়ারম্যানের বিরুদ্ধে হওয়া ওই অনাস্থা বৈঠক খারিজ করে দেয়।

◾সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে তৃণমূল।

◾ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠতা যার সঙ্গে থাকবে তিনিই ক্ষমতায় থাকবেন, যার সঙ্গে তা থাকবে না তাকে সরে যেতে হবে। 2 জানুয়ারির সভায় এটা স্পষ্ট যে চেয়ারম্যানের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ছিল না।

◾আদালত এই পর্যবেক্ষণের পরেই 24 ঘণ্টার মধ্যে নতুন করে আস্থা বৈঠক ডাকার নির্দেশ দেয়।

spot_img

Related articles

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...