আবার সেই অবরোধের রাজনীতি? কাঠগড়ায় বামেরা

বনধের ডাক দিয়ে সিদ্ধান্তটা মানুষের উপর ছেড়ে দেওয়ার কাজটা তাঁরা করেন নি। করেন না। বাংলায় সকাল থেকে সেই অবরোধ শুরু। যাদবপুরে যেমন রেললাইনে নেমে অবরোধ; বারাসাতে অবরোধ জাতীয় সড়ক। ফলে বহু জায়গায় যাত্রীরা বিপদে। প্রশ্ন হল, অবরোধের রাজনীতি থেকে বামেরা বেরোতে পারে না কেন? স্টেশনে মিছিল নিয়ে ঢুকে ঘুরে ঘুরে বাধার ছবি দেখা গেছে। যাদবপুরে অবরোধে সুজন চক্রবর্তী। তিনি বলেন,” ট্রেনে বাসে লোক নেই। তাই অবরোধে কারুর সমস্যা হচ্ছে না। ” তবে যারা আজ জরুরি কাজে বেরিয়েছেন, তারা সমস্যায় আছেন। বিশেষত একাধিক জরুরি পরীক্ষা রয়েছে।

Previous articleবনধ সফল, ভাঙার চেষ্টা হচ্ছে: বাম নেতৃত্ব
Next articleধর্মমঘটের প্রথম দু’ ঘণ্টায় তেমনভাবে প্রভাব নেই কলকাতায়