সরকারি বাসেই ভরসা রাখছেন অফিসযাত্রীরা

জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের
একাধিক পদক্ষেপে কলকাতায় যান চলাচল কিছুটা কম হলেও বাস-ট্যাক্সি অমিল নয়৷ বুধবার পথে নেমেছে অতিরিক্ত 500 সরকারি বাস। ট্যাক্সি-অটো-অ্যাপ ক্যাবও যথেষ্টই চলছে। তবে অনেক ক্ষেত্রেই ট্যাক্সি চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছে৷
ধর্মঘটে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে যাত্রীদের যাতায়াতের জন্য বেশ কিছু অতিরিক্ত সরকারি বাস চলছে। শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত বাস চলছে। ধর্মঘটে সরকারি বাসেই ভরসা রাখছেন অফিসযাত্রীরা।
যাদবপুরের 8বি বাস স্ট্যান্ডে সকাল থেকেই স্বাভাবিক সরকারি বাস পরিষেবা। অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট রুটে ছাড়ছে বাস। নিরাপত্তার জন্য হেলমেট পড়ে বাস চালাচ্ছেন চালকরা।

Previous articleBreaking: ইরানে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান
Next articleধর্মঘটের প্রভাব রেললাইনে