‘দিদিকে বলো’ পাল্টে দিল অভির জীবন

আবার ‘দিদিকে বলো’ দিল সমস্যার সমাধান। দারিদ্র্য আর অনটনে থাকা যুবক খুঁজে পেল এগিয়ে যাওয়ার আলো।

বর্ধমানের কাঁকসার কুলডিহি গ্রাম। প্রায় বিনা চিকিৎসায় বাবা মারা যাওয়ার পর সংসারে মা আর অভি। রোজগার নেই। মাধ্যমিক পাশ করার পর উচ্চমাধ্যমিকে ভর্তি হলেও দ্বাদশ শ্রেণিতে এসে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যখন একপ্রকার নিয়ে নিয়েছে, তখন উপায় না দেখে অভি ‘দিদিকে বলো’তে জয়মা বলে ফোন করে। অবস্থার কথা জানায়। তারপরেই ডাক মলানদিঘির পঞ্চায়েত থেকে। মিলল আর্থিক সাহায্য। পঞ্চায়েত প্রধান অভির হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন। প্রধান শিক্ষক জানান, ‘দিদিকে বলো’ অভির পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ করে দিল। অভি ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে।

Previous articleনাগরিকত্ব আইন মানুষের জন্য! সমস্বরে বললেন শাস্ত্রী-জুহি
Next article‘ছপক’ দীপিকা ভাইরাল, পাশে তিন রাজ্য