Thursday, May 15, 2025

দিলীপ করেননি, পদযাত্রা থামিয়ে অ্যাম্বুল্যান্সকে জায়গা দিয়ে তফাত বোঝালেন মমতা

Date:

তফাত এখানেই৷

জনতার মধ্য থেকে, জনতার পাশে থেকে উঠে আসা নেত্রী এমনই হয়৷

CAA ও NRC-র প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসতে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সময়ে দেখা যায় পদযাত্রার সামনে একটি অ্যাম্বুল্যান্স এসে আটকে পড়েছে৷ সে খবর শোনামাত্রই নিজে তৎপর হন মমতা। সঙ্গে সঙ্গে পদযাত্রায় সামিল হওয়া প্রত্যেককে একদিকে সরে গিয়ে অ্যাম্বুল্যান্সটিকে
জায়গা করে দিতে নির্দেশ দিলেন৷ নেত্রীর নির্দেশে তৎক্ষণাৎ সতীর্থরা জায়গা করে দিলেন৷
অ্যাম্বুল্যান্সটি পার হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
স্বাভাবিক গতিতে ফের এগোতে থাকলো ওই পদযাত্রা৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত সোমবার যখন নিজের সভার বিঘ্ন ঘটিয়ে অ্যাম্বুল্যান্সকে পর্যন্ত যাওয়ার পথ দেননি, সেখানে প্রকৃত জননেত্রী মমতা দেখালেন এবং বোঝালেন, মানবিকতার অভাব থাকলে, মানুষের কথা বলার অধিকারও থাকেনা৷ আর সেক্ষেত্রেও মমতা অনন্যা ৷

সেদিন কৃষ্ণনগরের মঞ্চে বক্তব্য রাখছিলেন রাজ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চের সামনে হাজারো লোকের ভিড়। সে সময় পথ চাইছিলো একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু কোনওভাবেই ছাড়া হল না রাস্তা। বরং দিলীপ ঘোষ বললেন, ‘এখান দিয়ে যেতে দেওয়া হবে না। লোকে রাস্তায় বসে আছে। ডিসটার্ব হবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে যান।’
পরে জানা গেল, সেই অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এক গর্ভবতী মহিলাকে। সেই কারণে এবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে কৃষ্ণনগর কোতয়ালি থানায় দায়ের হয়েছে অভিযোগও।

সেদিন দিলীপ ঘোষের হুমকিতে অ্যাম্বুল্যান্স ঘুরে যাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে দেখা যায়, দিলীপ বাবুর কথা ঠিক নয়৷ ওই অ্যাম্বুল্যান্স খালি ছিল না৷ তাতে এক প্রসূতি ছিলেন।
বৃহস্পতিবার মমতার বাস্তববোধ দেখে বিরোধীরাও বলেছেন, কেবল নীতি-আদর্শেই নয়, মানুষ হিসেবেও দু’জনের মধ্যে আকাশ-পাতাল ফারাক৷

Related articles

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের...

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...
Exit mobile version