Sunday, January 11, 2026

রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে, মধ্যমগ্রামে দাবি মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার নয়, এই রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার বারাসতের কাছারি ময়দানে যাত্রা উৎসবের সূচনার আগে মধ্যমগ্রামের জনসভায় এই দাবি করেন তিনি। বলেন, উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি।মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে মিথ্যে কথা বলা হচ্ছে।তাঁর প্রশ্ন, মতুয়ারা তো ভারতেরই নাগরিক। নতুন করে কে তাঁদের নাগরিকত্ব দেবে?তিনি বলেন, সিএএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, কিন্তু ধর্মঘট, হিংসাশ্রয়ী প্রতিবাদ, বিক্ষোভ কখনও সমর্থন করব না।খুব শীঘ্রই রানি রাসমণি রোডে এই বিষয়ে টানা অবস্থান-বিক্ষোভে সামিল হবে তিনি বলে জানিয়েছেন।

তিনি স্মরণ করিয়ে দেন, মোদি সরকার নতুন নাগরিকত্ব আইনে বলেছে যে নাগরিক হতে গেলে ৫ বছরের জন্য বিদেশি হতে হবে। আসলে মানুষের মধ্যে বিভেদ করতে চাইছে কেন্দ্র। যাঁরা নির্বাচনে ভোট দেন, সবাই দেশের নাগরিক বলে মন্তব্য করেন তিনি। তৃণমূলনেত্রীর প্রশ্ন, এনপিআর-এ নতুন ৬টি তথ্য দিতে হবে।মায়ের জন্মতারিখ উল্লেখ করতে হবে এনপিআর-এ। এটা সকলের ক্ষেত্রে কীভাবে করা সম্ভব?
বরং তাঁর পরামর্শ, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলুক । সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে। এই আন্দোলন ভাগাভাগির আন্দোলন নয়।তাঁর দাবি, অনলাইনে নাগরিকত্ব কখনও সম্ভব নয়। রাজ্যে এনআরসি, এনপিআর হবে না, করতে দেব না বলে ফের এদিন জানান তিনি। কং-বামেদের উদ্দেশে নেত্রীর ঘোষণা, ১৩ জানুয়ারি দিল্লিতে সোনিয়ার ডাকা বৈঠকে তিনি যাচ্ছেন না। তিনি একাই সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন করবেন বলে জানান মমতা। তিনি নিশানা করেছেন কংগ্রেস, বামেদের।গতকালের সর্বভারতীয় ধর্মঘটের কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের নানা জায়গায়, বিশেষ করে মালদহে ব্যাপক হিংসা, অশান্তির প্রেক্ষাপটে তিনি কংগ্রেস, সিপিএমকে তীব্র আক্রমণ করেন। ধর্মঘটের নামে গুন্ডামি বরদাস্ত নয় বলেও জানান।

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...