Monday, November 17, 2025

নির্ভয়া-অপরাধীদের অঙ্গদানের অনুরোধ জানাতে চায় এক স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

আদালতে বেনজির আবেদন৷

RACO নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার
প্রতিষ্ঠাতা রাহুল শর্মা আদালতে আবেদন জানিয়েছেন, তিনি নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় চার সাজাপ্রাপ্তের সঙ্গে কথা বলতে চান৷ ওই 4 সাজাপ্রাপ্তের সঙ্গে কথা বলে তাদের অঙ্গদানের অনুরোধ জানাতে চান রাহুল শর্মা।

নির্ভয়া গণধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির সাজাপ্রাপ্ত 4 জনের সঙ্গে একবার সাক্ষাতের পাশাপাশি তাদের অঙ্গদানের আবেদন জানাতে চেয়ে পেশ করা আর্জির শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও শুনানি হবে শুক্রবার, এমনই জানায় দিল্লি আদালত। RACO-র প্রতিষ্ঠাতা রাহুল শর্মা আদালতে আবেদন জানান, তিনি 4 সাজাপ্রাপ্ত দোষীর সঙ্গে কথা বলে তাদের অঙ্গদানের অনুরোধ জানাতে চান। শর্মার যুক্তি, অঙ্গদান করতে ওই 4 জন রাজি হলে কিছু মুমূর্ষু মানুষ যেমন জীবন ফিরে পাবেন তেমনই সাজাপ্রাপ্তদের পরিবার একটু হলেও সান্ত্বনা পাবেন এই ভেবে, ঘৃণ্যতম অপরাধের পরেও শেষ মুহূর্তে তারা ভালো কিছু কাজ করে গিয়েছে।

প্রসঙ্গত, গত 7 জানুয়ারি নির্ভয়া কাণ্ডে দিল্লি কোর্ট ফাঁসির সাজা শোনায় চার অপরাধী, বিনয়, পবন, মুকেশ আর অক্ষয় সিংকে। আদালত বলেছিলো, আগামী 22 জানুয়ারি সকাল 7টায় তিহার জেলে তাদের ফাঁসি হবে। এরপরেই ওই NGO-র তরফে আইনজীবী ঋষি কাপুর, শিবম শর্মা এবং অঙ্কুর গোগিয়া আদালতের কাছে আবেদন জানান, মনোবিদ, আধ্যাত্মিক গুরু ও আইনজীবীদের নিয়ে ওই 4 জনের সঙ্গে দেখা করতে চান তাঁরা। বোঝাতে চান, কী ভীষণ ভয়ঙ্কর অপরাধ করেছে তারা। পাশাপাশি, অঙ্গদানের মত মহৎ কাজেও সামিল করতে চান তাদের। NGO-র দাবি, এই প্রস্তাবে রাজি হয়েছে 4 সাজাপ্রাপ্ত। তাদের পরিবারের সদস্যদের কথা ভেবেই রাজি হয়েছে তারা। এতে কিছুটা হলেও অপরাধের ভার লাঘব হবে। NGO- র যুক্তি, এই অপরাধীদের অঙ্গদান সমাজে নজিরবিহীন উদাহরণ তৈরি করবে।

এদিকে 4 সাজাপ্রাপ্তের মধ্যে 2জন, বৃহস্পতিবার আদালতে “কিউরেটিভ- পিটিশন” দাখিল করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে৷ এই আবেদনের শুনানির দিন এখনও ধার্য হয়নি৷

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version