পরিবেশ বাঁচাতে ধুলিস্যাৎ আবাসন

পরিবেশ বাঁচানোই মূল লক্ষ্য। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে কেরালার কোচির মারাডুতে ধুলিস্যাৎ হল আস্ত ১টি আবাসন। মারাডুতে চারটি টাওয়ারে ৩৫০ফ্ল্যাট রয়েছে। সেখানে প্রায় সব ফ্ল্যাটেই ছিলেন বাসিন্দারা। কিন্তু উপকূলবর্তী অঞ্চলে আবাসন তৈরির নীতি না মানায় ওই চারটি টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শনিবার, থেকেই সেই কাজ শুরু করেছে কেরালা সরকার। এদিন সকালে, প্রথমটিতে বিস্ফোরণ ঘটিয়ে কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হল। দুদিনের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছে প্রশাসন। ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে। নয়া পদ্ধতি অবলম্বন করে এই ভাঙার কাজের ফলে এলাকায় ক্ষয়ক্ষতি কম হবে। অঘটন এড়াতে এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন-‘হিউম্যান এরর’-এ হানা, বিমান হামলার দায় স্বীকার করে বিবৃতি ইরানের

Previous article‘হিউম্যান এরর’-এ হানা, বিমান হামলার দায় স্বীকার করে বিবৃতি ইরানের
Next article‘Un-popular হয়ে পড়লে লুকোচুরি খেলতেই হবে, কণাদ দাশগুপ্তের কলম