Wednesday, August 20, 2025

‘স্বামীজীর জন্মদিনে লোক দেখানো কেউ কেউ দিল্লি থেকে ছুটে আসে’, মোদিকে কটাক্ষ মমতার

Date:

রাজভবন থেকে বেরিয়ে রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের “NO NRC-NO CAA”-এর প্রতিবাদে তৈরি ধর্ণা মঞ্চে পৌঁছে যান মমতা। সেখান থেকে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন “আমরা এখান থেকে আন্দোলন শুরু করেছি আমরা আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে যাবো। আমি সব ছাত্র সমাজকে ধন্যবাদ জানাবো তাদের আন্দোলনের জন্য”। সঙ্গে মমতা বলেন, বাংলা সব সময় এদের সঙ্গে থাকবে। কেন্দ্র জেদ করে নাগরিক আইন লাগু করেছে। কিন্তু সেটা কাগজে কলমে থাকবে সেটা আমরা মানি না।বাংলায় সেটা হবে না।

নাগরিক আইন বেলাইন আইন। মেজরিটি আছে বলে যা ইচ্ছা তাই করা হবে সেটা আমরা মানছি না। আমি আন্দোলনে গিয়ে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন করছে। যারা বুঝতে পারছে না তাদের বলবো যারা জেগে ঘুমাচ্ছেন। তারা ধীরে ধীরে অন্ধকারের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার মমতা আরও বলেন, “স্বামীজির জন্মদিনে কেউ কেউ দিল্লি থেকে ছুটে আসে। কিন্তু আমরা সারা বছর ওনাকে সম্মান করি। স্বামী বিবেকানন্দ এক জন হিন্দু ছিলেন। মানবতার হিন্দু ছিলেন। সঙ্গে মমতা বলেন এক ধর্ম থাকলে তবেই আর একটা ধর্ম থাকবে। সব রাজ্য এক সঙ্গে থাকলে তবেই ভারত তৈরি হবে। আমার কেন্দ্রের বিজ্ঞপ্তি মানি না। বাংলার এন আর সি হবে না। প্রধানমন্ত্রীকে বলে এসেছি আমরা নাগরিক আইন মানতে পারবো না। তৃণমূল তাদের মতো করে আন্দোলন করবে। আমরা অসহায় মানুষের পাশে থেকেছি। আমরা দিল্লিতে, কর্নাটকে প্রতিনিধি দল পাঠিয়েছি। আমরা চাই না আন্দোলন হিংসাত্মক হোক। একটু রাস্তায় হাঁটুন। কোমরে অনেক মেদ জমে গেছে। এই দেশ আমাদের দেশ”।

Related articles

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...
Exit mobile version