শনিবার রাতে বেলুড় মঠেই রাত্রিবাস প্রধানমন্ত্রীর। এক সময়ে এই মঠের সঙ্গে তাঁর যোগসূত্র তৈরি হয়। সেই সূত্র ধরেই ফের অতীতে ফিরে যেতে চলেছেন তিনি। আজ রাতের মেনুতে কী কী থাকছে একবার দেখে নিন…
প্রতিদিন শ্রীরামকৃষ্ণকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই খাবেন প্রধানমন্ত্রী। থাকছে গোবিন্দভোগের চাল ও মুগডাল দিয়ে তৈরি খিচুরি, প্রায় দশ রকমের মিষ্টি, পায়েস, ফল। আগামিকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকালে উঠেই ধ্যান করবেন তিনি।
আরও পড়ুন-রাজ্যের দাবি, সঙ্গে সিএএ : মোদি-মমতা বৈঠক