Saturday, July 12, 2025

ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের সামনে বিক্ষোভ বাম ছাত্র-যুবদের, ধর্মতলায় ধুন্ধুমার

Date:

Share post:

রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের NRC-CAA বিরোধী ধর্নামঞ্চে হঠাৎ অভিযান বাম ছাত্র-যুব সংগঠনগুলির। তখন মঞ্চে ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঞ্চের চারপাশে তৃণমূলের বিরাট সংখ্যক ছাত্র-ছাত্রীরা। খুব স্বাভাবিক ভাবে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

পুলিশের তিনটে ব্যারিকেড ভেঙে এগিয়ে ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে যায় বাম-ছাত্র যুবরা। যার ফলে পৃথক মনোভাবাপন্ন ছাত্র-যুবদের সংগঠন মুখোমুখি চলে আসায় ধুন্ধুমার। পরিস্থিতি দেখে মঞ্চ থেকে শান্তি বজায় রাখার বার্তা দেন তৃণমূল নেত্রী স্বয়ং। তা সত্ত্বেও বাম ছাত্র-যুবদের বিক্ষোভ আটকানো যাচ্ছে না।

তৃণমূলের ছাত্রদের সংখ্যা বেশি থাকায় পিছু হতে SFI DYFI, তারা চলে যায় Y চ্যানেলের দিকে। এবার বিশাল সংখ্যক তৃণমূল ছাত্র যুবরা চ্যানেলের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরও লোক বাড়ছে তৃণমূল শিবিরে। ধর্মতলায় ব্যাপক জমায়েত করছে তৃণমূল। বাইক , ছোট হাতিতে করে বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলা আসছে তৃণমূলের লোকেরা।  নেত্রীর কড়া নির্দেশ, কোনও পক্ষেরই কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ছাত্র সংঘর্ষ এড়াতে ধর্মতলা চত্ত্বরে বিশাল বাহিনী পাঠাচ্ছে লালবাজার। বাম ছাত্র যুবদের সঙ্গে যোগ দিয়েছে যাদবপুরের নকশালপন্থী পড়ুয়ারা। অন্যদিকে, ধর্মতলার দখল নিয়েছে তৃণমূল। সেন্ট্রাল এভিনিউ, চিত্তরঞ্জন এভিনিউ, লেলিন সরণি, এস এন ব্যানার্জি রোড, পার্ক স্ট্রিট, স্ট্যান্ড রোডের দিক থেকে প্রচুর তৃণমূল সমর্থক আসছে। তবে মুখ্যমন্ত্রীর সাফ কথা, “আমাকে ঘেরাও করে, চমকে ধমকে লাভ নেই। আমি জানি সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির আতাত আছে। আমাকে লোক দেখলে, আমিও লোক দেখতে পারি। কিন্তু আমি শান্তির পক্ষে”।

spot_img

Related articles

আগামী সপ্তাহ থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রো 

কলকাতা মেট্রোর (Kolkata Metro) জোকা-মাঝেরহাট রুটের (Joka-Majerhat Metro) যাত্রীদের জন্য স্বস্তির খবর। আগামী সপ্তাহের গোড়া থেকে এই রুটে...

লর্ডসে লড়াই কঠিন হচ্ছে টিম ইন্ডিয়ার, ব্যাট করতে নেমে ব্যর্থ যশস্বী- শুভমন 

টেস্টে ৫ উইকেট নেওয়াটা যেন যশপ্রীত বুমরাহর Jashprit Bumrah) কাছে চেনা রুটিন হয়ে দাঁড়িয়েছে। লর্ডসের মাটিতে ভারত বনাম...

ঘরে বাবার মৃতদেহ, কর্তব্যে অবিচল চুঁচুড়ার চিকিৎসক

তাঁর কর্তব্যপরায়ণতা মনে করিয়ে দিল অগ্নিশ্বরকে। বরাবরই তিনি ব্যতিক্রমী, তবে শুক্রবার তাঁকে একেবারে ভিন্ন রূপে দেখলেন তাঁর রোগী...

৩০ বছরের পথচলার উৎসব: চারদিন রবীন্দ্র সরণিতে ‘দুর্বার’

যৌনকর্মীদের অধিকারের পক্ষে তিন দশকের নিরবচ্ছিন্ন লড়াইয়ের স্মারক অনুষ্ঠান। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত উত্তর কলকাতার রবীন্দ্র...