দেশ বিরোধী স্লোগান তুললে জেলে যেতে হবে! অমিত শাহ

এবার বিস্ফোরক অমিত শাহ। জেএনইউর পড়ুয়াদের নিয়ে তাঁর ধারণা কী, তা প্রকাশ্যে এসে গেল মধ্যপ্রদেশের জব্বলপুরে। নাগরিকত্ব আইন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি, যারা দেশবিরোধী স্লোগানকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে যেতে হতে পারে জেলে। জেএনইউয়ের ঘটনা প্রসঙ্গে শাহের বিস্ফোরক উক্তি, জেএনইউয়ের অনেক পড়ুয়া দেশবিরোধী স্লোগান তুলে বলেছিল, তোমার ভারত হাজারটা টুকরো হোক। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এদের কি জেলে যাওয়া উচিত নয়? যারাই দেশবিরোধী স্লোগান তুলবে, তাঁদেরকে জেলে পাঠানো হবে।

সিএএ নিয়ে অমিত বলেন, আমার এবং দেশের জনগণের যতটা অধিকার, পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ এবং খ্রিস্টানদেরও একই অধিকার রয়েছে। তোলেন অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ। বলেন, কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বাল বলেছেন যে রাম মন্দিরটি তৈরি করা উচিত নয়। অমিত বলেন, সিব্বালজি, আপনি আপনার সব শক্তি প্রয়োগ করুন। আর দেখতে থাকুন চার মাসের মধ্যে একটি আকাশসমান রাম মন্দির নির্মিত হতে চলেছে।

Previous articleনাম বদলে মানুষের জীবনে কোনও পরিবর্তন হবে? অভিষেকের প্রশ্ন মোদিকে
Next articleমমতার পর মায়াবতীও!