মাঝ আকাশে মহিলা বললেন, গায়ে বিস্ফোরক, ফাটতে পারে যে কোনও সময়ে!

১১৪জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার বিমানটি উড়ে যাচ্ছিল মুম্বইয়ের উদ্দেশে। মাঝ আকাশে হঠাৎ বোমাতঙ্ক। খবরটি পাঁচ কান হতেই জরুরিভিত্তিতে বিমানটিকে কলকাতা বিমানবন্দরের নামানো হয়। গ্রেফতার করা হয় এক মহিলা যাত্রীকে।

কেন গ্রেফতার হলেন মহিলা? মোহিনী মন্ডল নামে ওই মহিলা বিমানটি আকাশে থাকাকালীন দাবি করেন, তাঁর শরীরে বিস্ফোরক বাঁধা রয়েছে। যে কোনও সময়ে বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত যাত্রীদের কথা মাথায় রেখে পাইলট কোনও সুযোগ না দিয়ে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে নামান। বিমান তল্লাশি হয়। পরীক্ষা করা হয় ওই মহিলাকে। কিন্তু কোনও বোমা বা বিস্ফোরক মেলেনি। মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তোলা হয় বারাকপুর কোর্টে। কিন্তু প্রধানমন্ত্রীর সফর চলাকালীন কেন এমন মস্করা? পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন-ফের পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মুণ্ডচ্ছেদ ভারতীয়র