পড়ুয়াদের দখলে ধর্মতলার ডোরিনা ক্রসিং। সারা রাত প্রবল শীত তাঁদের কাবু করতে পারেনি। ‘গো ব্যাক মোদি’ স্লোগানকে সামনে রেখে, রাতে প্লাস্টিকে শুয়ে আর কম্বলে মাথা মুড়িয়ে সকাল থেকে থেকে ফের চাঙ্গা। বন্ধ রাজভবনগামী রোড। ডোরিনা ক্রসিংয়ের একদিক দখল করেছে বিক্ষোভকারী পড়ুয়ারা। পুলিশ অবশ্য ধরণা তোলার চেষ্টা করেনি। কোনও নির্দিষ্ট সংগঠনের পতাকা ছাড়াই এই বিক্ষোভের মূল সুর হল, এনআরসি, নাগরিকত্ব আইন বা এনপিআর মানছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা কলকাতায় চাই না। যতক্ষণ উনি কলকাতায় থাকবেন, ততক্ষণ প্রতিবাদ জারি থাকবে।