সকাল থেকে তিনি যেন বেলুড় মঠের প্রাক্তনী

বেলুড় মঠে রাত কাটিয়ে রবিবার সকাল থেকে অন্য ভূমিকায় প্রধানমন্ত্রী। যেন বেলুড় মঠের কোনও এক প্রাক্তনী। আজ, রবিবার স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মদিবস। যুব দিবস। সেই উপলক্ষ্যে বেলুড়ে ছিল যুদ্ধকালীন ব্যস্ততা। ভোরে ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রী মঙ্গল আরতি দেখেন। তারপর মঠের প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। এরপর স্বামীজি যে ঘরে থাকতেন, সেই ঘরে তিনি প্রবেশ করেন। তারপর ধ্যানে বসেন। প্রায় আধ ঘন্টা সময় তিনি সেখানে কাটান। স্বামীজির ঘর থেকে বেরিয়ে যান প্রার্থনাসভায়। তারপর মন্দিরের পাশে যুব দিবসের অনুষ্ঠানে যোগ দেন।