Thursday, November 6, 2025

মুষল পর্ব ! কু-মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে তুলোধোনা মন্ত্রী বাবুল সুপ্রিয়’র

Date:

বঙ্গ-বিজেপিতে জাঁকিয়ে বসছে মুষল-পর্ব !

বিক্ষোভকারীদের গুলি করে মারার কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ নির্বাচিত এক জনপ্রতিনিধির মুখে এই কথা শোনার পর বিজেপিকে সর্বস্তরের ধিক্কার শুনতে হচ্ছে ৷ অসন্তোষের মেঘ জমেছে দলের অন্দরেও৷

দিলীপের এই মন্তব্যের নিন্দা করে বিরোধীরা যা বলছে, ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার সাংসদ বাবুল সুপ্রিয়৷

সোমবার সকালে প্রকাশ্যেই দিলীপ ঘোষের সমালোচনায় মুখর হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল বলেছেন, “দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন দিলীপ। তাঁর এই মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই”।

সোমবার সকালেই টুইটারে এই সুরেই দিলীপের সমালোচনা করেছেন বাবুল। তিনি লিখেছেন, ‘‘দিলীপ ঘোষের মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দিলীপ ঘোষ যা বলেছেন তার পুরোটাই কাল্পনিক। যত বড় কারণই হোক না কেন, উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি। দিলীপ ঘোষ দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’’

বাবুলের এই ‘আগুনে’ মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে
তিনি এড়িয়ে যান৷ দিলীপবাবু সংবাদমাধ্যমে
বলেছেন, ‘‘বাবুল সুপ্রিয় কী বলছেন, আমি জানি না। বৈঠকে আছি। বৈঠক শেষ হোক। জেনে নিই কী বলছেন। তার পর কথা বলব।’’

রবিবার রানাঘাটে CAA-র সমর্থনে প্রচার করার সময়ই “গুলি করে মারার” নিদান দেন৷ ওই সভায় তিনি বলেন, ‘‘CAA- আন্দোলনে 500-600 কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।’’ আর তার পরেই এই রাজ্যে যারা CAA-NRC-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের হুমকি দিয়ে বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।’’তাঁর এই মন্তব্য নিয়েই সমালোচনা শুরু হয়।

এই মন্তব্যের জল এতটাই গড়িয়েছে যে দলের এক মন্ত্রীকেই দিলীপের বিরোধিতা করতে হলো৷ রাজনৈতিক মহলের ধারনা, মোদি-শাহের নির্দেশেই বাবুল সুপ্রিয় এই টুইট করেছেন৷

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version